ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:১১, ৬ আগস্ট ২০১৫

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার

দেশের প্রায় সব বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগ, এক্টুরিয়াল সাইন্স বিষয়ক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, দেশে শীঘ্রই ভারতীয় বীমা প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া বা এলআইসি তাদের কার্যক্রম শুরু করবে। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সোহরাব উদ্দিন ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি। অনুষ্ঠানে স্বাগত ব্যক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ফলিত পরিসংখ্যান বিভাগের উপদেষ্টা, অধ্যাপক ডক্টর এম মোসলেহ উদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্বনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। -বিজ্ঞপ্তি নীলফামারীতে বজ্রপাতে শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আমন ক্ষেতে নিড়ানির কাজ করার সময় সাদেকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আনসারহাট গ্রামে। চুয়াডাঙ্গায় তলিয়ে গেছে ধান, ভেসে গেছে মাছ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৫ আগস্ট ॥ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারত থেকে নেমে আসা ইছামতি নদীর পানিতে তলিয়ে গেছে জমির ধান ও মাছের রেণু। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ইছামতি নদীর পানি চুলকানির খাল হয়ে জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়ে প্রবেশ করছে। অপরদিকে টানা বর্ষণে বেনীপুর বাঁওড়ের পার্শ্ববর্তী এলাকার প্রায় কয়েক শ’ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিল-নার্সারি স্থাপন ও অবমুক্তকরণ প্রকল্পের আওতায় ৩ লক্ষাধিক টাকার এবং বেনীপুর মৎস্য সমিতির ৭ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি পুকুরের মাছের রেণু ভেসে গেছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরহাদুর রেজা বেনীপুর বাঁওড় ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। দামুড়হুদায় আতঙ্ক সংবাদদাতা দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলাসহ এর আশপাশ এলাকার লোকজন দিন কাটাচ্ছে বন্যা আতঙ্কে। ২০০০ সালের আকস্মিক ভয়াবহ বন্যা আতঙ্ক এখনও কাটেনি দামুড়হুদার মানুষের মধ্যে। প্রবল বর্ষণে মাঠ-ঘাট যখন থৈ থৈ, মাথাভাঙ্গা নদীর পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি, তখনই লোকমুখে বন্যার গুঞ্জনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বন্যায় ব্যাপক ক্ষতির কারণে অনেকেই গুঞ্জনে কান নিয়ে নিচ্ছে আগাম প্রস্তুতি। প্রায় দেড়মাস অবিরাম বর্ষণ হচ্ছে। এতে মাঠ-ঘাট, খাল-বিল, পুকুর-নালা পানিভর্তি হয়ে পড়েছে।
×