ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে অনুপ্রবেশ

১৬ বাংলাদেশীকে ফেরত পাঠাল বিএসএফ

প্রকাশিত: ০৮:০০, ৫ আগস্ট ২০১৫

১৬ বাংলাদেশীকে ফেরত পাঠাল বিএসএফ

বাংলানিউজ ॥ ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক শিশু-কিশোরসহ ১৬ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা লোকজন দিনাজপুরের বোচাগঞ্জ, বিরল ও সেতাবগঞ্জের বাসিন্দা। ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের উপঅধিনায়ক এসবি সিং এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হিলি সিপি কোম্পানি কমান্ডার ফজলুল হক এ সময় উপস্থিত ছিলেন। বিএসএফ জানায়, ওই বাংলাদেশীরা সোমবার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। কাজের সন্ধানে দিল্লী যাওয়ার সময় পতিরাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
×