ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৪৬, ৫ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রাম? ক) স্প্রেডশিট খ) মোবাইল গ) কার (পধৎ) ঘ) রেডিও ২. আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র কোনটি? ক) ই-মেইল খ) টিভি গ) ফ্যাক্স ঘ) ভিডিও করা ৩. কোনটির মাধ্যমে বর্তমানে ম্যালওয়্যার দ্রুত ছড়িয়ে পড়ছে? ক) ওয়ার্ম খ) কম্পিউটার গ) ইন্টারনেট ঘ) স্যাটেলাইট ৪. কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৫. এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে? ক) টেলিভিশন খ) ফ্যাক্স গ) রোবট ঘ) মোবাইল ৬. হাব বা সুইচ ব্যবহৃত হয়- র. বাস টপোলজিতে রর. স্টার টপোলজিতে ররর. ট্রি টপোলজিতে নিচের কোনটি সঠিক? ক) ও খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৭. নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক? ক) গুগল খ) ইয়াহু গ) রিং ঘ) টুইটার ৮. জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল হলো- র. এসএ রর. বিএস ররর. বিআরএস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৯. নেটওয়ার্ক ব্যবহার করা হয়- র. রাষ্ট্র পরিচালনায় রর. নিরাপত্তায় ররর. যোগাযোগে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. নিচের কোন ম্যালওয়্যারটি পুনরুৎপাদন হয়? ক) কম্পিউটার ভাইরাস খ) স্পাইওয়্যার গ) এডওয়্যার ঘ) নরটন ১১. অবস্থান নির্ণয়ে স্মার্ট মোবাইল ফোনে কোন যন্ত্রটি লাগানো থাকে? ক) এচঝ খ) রেডিও গ) এসি ঘ) ইন্টারনেট ১২. একেকটা ওয়ার্কশিটে কী থাকে? ক) ওয়ার্কবুক খ) সারি ও কলাম গ) ইমেজ থাকে ঘ) কমান্ড ও বক্স ১৩. নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার? ক) ম্যাকএফি খ) ভিয়েনা গ) ডার্ক এভেঙ্কার ঘ) নিমডা ১৪. তথ্যের নিরাপত্তা বিধানে কোনটি ব্যবহার করা হয়? ক) পাসওয়ার্ড খ) নেটওয়ার্ক গ) ইন্টারনেট ঘ) ইন্টারকম ১৫. ঈধঢ়ঃপযধ কে পড়তে পারে? ক) মানুষ খ) কম্পিউটার গ) যন্ত্র ঘ) রোবট ১৬. জিপিএস নিচের কোন যন্ত্রে লাগানো থাকে? ক) গাড়ি খ) টেলিভিশন গ) মডেম ঘ) রেডিও ১৭. চেরনোবিল ভাপইরাসের অপর নাম কী? ক) ওয়ার্ম খ) জেরুজালেম গ) ভিয়েনা ঘ) সিআই এইচ ১৮. জিপিএস ব্যবহৃত হয় সাধারণত কোথায়? ক) গাড়িতে খ) ল্যাপটপে গ) নোটবুকে ঘ) মোটরসাইকেলে ১৯. যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? ক) কুইক অ্যাকসেস টুলবারে খ) স্ট্যাটাস বারে গ) টাইটেল বারে ঘ) শিট ট্যাবে ২০. নিচের কোনটি এন্টিভাইরাস? ক) নরটন খ) আভাস্ট গ) পান্ডা ঘ) সবগুলো ২১. যে যন্ত্রের মাধ্যমে ইন্টারনেট সেবা পাওয়া যায় তা হলো- র. ফ্যাক্স রর. মডেম ররর. মোবাইল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২২. টপোলজি কোনটি? ক) এফটিপি খ) হাব গ) রিং ঘ) সুইচ ২৩. কোন টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে? ক) রিং খ) বাস গ) ট্রি ঘ) মেশ ২৪. বিভিন্ন শিটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি? ক) স্ট্যাটাস বার খ) অ্যাড্রেস বার গ) শিট ট্যাব ঘ) রিবন
×