ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোয়ান গ্যাম্পার ট্রফিতে ফিরছেন মেসি-নেইমার

শিরোপার হাতছানি বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৩৪, ৫ আগস্ট ২০১৫

শিরোপার হাতছানি বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগে বেশ বিপাকে আছে বার্সিলোনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা তিন ম্যাচে হেরেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। তবে এই ব্যর্থতা ভোলার দারুণ সুযোগ পাচ্ছে কাতালানরা। কেননা আজ রাতে জোয়ান গ্যাম্পার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে স্প্যানিশ পরাশক্তিদের। এ লক্ষ্যে ফাইনাল ম্যাচে বার্সিলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব এএস রোমা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সার মাঠ ন্যুক্যাম্পে। বার্সিলোনার প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে প্রতি বছরই নিজেদের মাঠে আয়োজন করা হয় গ্যাম্পার ট্রফি। ক্লাবের প্রতিষ্ঠাতা জোয়ান গ্যাম্পারের প্রতি সম্মান জানাতেই এ ম্যাচের আয়োজন করা হয়। এবার ৫০তম আসরে বার্সা আমন্ত্রণ জানিয়েছে রোমাকে। এই ম্যাচে মাঠে নামতে পারেন কাতালানদের তারকা জুটি লিওনেল মেসি ও নেইমার। কোচ লুইস এনরিকে এ রকম আভাসই দিয়েছেন। ইতোমধ্যেই কোপা আমেরিকার ছুটি কাটিয়ে স্পেনে ফিরেছেন মেসি, নেইমার, মাশ্চেরানো, দানি আলভেজ ও ক্লডিও ব্রাভো। ছুটিতে থাকায় প্রীতি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপে খেলেননি এসব তারকারা। এ কারণে নতুন মৌসুম শুরুর আগে ঘরের মাঠেই হয় তো নিজেদের ঝালিয়ে নেবেন মেসি-নেইমাররা। এই ম্যাচের মধ্য দিয়ে সাবেক ক্লাবের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন বার্সা কোচ এনরিকে। ২০১১-১২ মৌসুমে তিনি রোমার কোচ ছিলেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, নেইমার ও মেসি শতভাগ ফিটনেস নিয়েই ক্লাবে ফিরেছে। তারা কিছু সময়ের জন্য গ্যাম্পার ট্রফিতে খেলতে পারে। তবে পুরো ম্যাচে তাদের খেলার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, প্রাক-মৌসুমের শুরু থেকেই সুয়ারেজ দলের সঙ্গে আছে ও নিয়মিতভাবে খেলছে। গত বছরের এ সময়টিতে সে খেলতে পারেনি। এবার তার সময়টা বেশ ভাল যাচ্ছে। সে দলের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। রোমার বিপক্ষে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস এনরিকের। বলেন, আশা করছি ম্যাচটি দর্শকরা বেশ উপভোগ করবে। গ্যাম্পার স্মরণে আমাদের জন্য দিনটি স্পেশাল হয়ে থাকবে। প্রতিপক্ষ হিসেবে রোমা অত্যন্ত ভাল দল। তাই নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে। আজকের ম্যাচটি ছাড়াও বার্সিলোনা আগামী ১১ আগস্ট উয়েফা সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে। এরপর ১৫ আগস্ট স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে প্রতিদ্বন্দ্বিতা করবে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এ কারণে নতুন মৌসুম শুরুর আগে তিন শিরোপা জয়ের সুযোগ থাকছে বার্সিলোনার।
×