ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপে ভাল করতে যোগ দিচ্ছেন স্টুয়ার্ট ল

প্রকাশিত: ০৬:৩৩, ৫ আগস্ট ২০১৫

যুব বিশ্বকাপে ভাল করতে যোগ   দিচ্ছেন স্টুয়ার্ট ল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে স্বপ্নময় সাফল্যের কুশীলব ছিলেন। ২০১২ এশিয়া কাপে বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে ফাইনাল খেলেছিল স্বাগতিক বাংলাদেশ। হারিয়ে দিয়েছিল ভারত ও শ্রীলঙ্কাকে। তবে এরপর পারিবারিক সমস্যা দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে যান অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল। তবে আবার বাংলাদেশে ফিরছেন তিনি। এবার অবশ্য অনুর্ধ ১৯ দলের উপদেষ্টা হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর জানুয়ারি-ফ্রেবুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে ভাল করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সেই স্বপ্ন পূরণের অংশ হিসেবেই পরামর্শক হিসেবে আনা হচ্ছে ল’কে। ২০১১ সালের বিশ্বকাপ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনে এশিয়া কাপ ক্রিকেটে সাফল্যও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পারিবারিক কারণে হুট করেই বাংলাদেশের কোচের চাকরি ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ অনুর্ধ ১৯ দলে স্টুয়ার্ট ল’র দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে। ৪৬ বছর বয়সী স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন। অসিদের হয়ে একটি মাত্র টেস্ট খেললেও ৫৪ ওয়ানডে খেলেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তার বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী প্রজন্ম গড়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ মাইলফল তাকে পাওয়াটা। শীর্ষ পর্যায়ে তার দারুণ খেলোয়াড়ি ক্যারিয়ার আছে। প্রতিষ্ঠিত এবং উঠতি ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করারও ভাল অভিজ্ঞতা রয়েছে তার। ছেলেদের বৃহৎ একটি প্রতিযোগিতার আগে তাকে পেয়ে আমরা সন্তুষ্ট।’ চলতি মাসের শেষ দিকেই তার বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি অনুর্ধ ১৯ দলও দারুণ সাফল্য দেখিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা যুবদলের বিপক্ষে সম্প্রতিই দ্বিপাক্ষিক সিরিজে জিতেছে তারা ঘরে এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে।
×