ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর বিপক্ষে খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক

মেসিকে সমালোচনা সহ্য হচ্ছে না মার্টিনোর

প্রকাশিত: ০৬:৩২, ৫ আগস্ট ২০১৫

মেসিকে সমালোচনা সহ্য হচ্ছে না মার্টিনোর

স্পোর্টস রিপোর্টার ॥ সমালোচনায় রীতিমতো জেরবার অবস্থা লিওনেল মেসির। জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে ব্যর্থ হওয়ার কারণেই তোপের মুখে আছেন বার্সিলোনা তারকা। তবে প্রিয় শিষ্যের এমন সমালোচনা মোটেও সহ্য হচ্ছে না আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর। মঙ্গলবার সাক্ষাতকারে উল্টো মেসির প্রশংসা করেছেন মার্টিনো। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ব্যর্থ হন মেসি। যে কারণে জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টিনা। এক বছর পর কোপা আমেরিকাতেও একই পরিণতি। এবার চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মেসি, মারিয়াদের। যে কারণে মেসিকে নিয়ে সমালোচনার ঢেউ বইয়ে চলেছে। পুরো আসরে একটি গোল করা বার্সিলোনা তারকাকে এখনও গিলে খাচ্ছে সমালোচনা। সমালোচনার এই তোপের মাঝেই মেসির পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বিশ্বাস করেন কোপা আমেরিকায় মেসি জাতীয় দলের হয়ে নিজের সেরাটাই খেলেছেন। কোপার শিরোপা জিততে না পারলেও ২৮ বছর বয়সী এ তারকা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। তবে সেরা ফুটবলারের পুরস্কারটি তিনি নিতে অনিচ্ছা প্রকাশ করেন। মার্টিনো জানিয়েছেন, মেসির পারফর্মেন্স ছিল অসাধারণ, দুর্দান্ত। সাক্ষাতকারে মার্টিনো বলেন, আমার দৃষ্টিতে কোপা আমেরিকায় মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের সেরা খেলাটাই খেলেছে। আমি তার সমালোচনা নিয়ে কিছু বলতে চাই না। কেননা এটা অবিশ্বাস্য, অগ্রহণযোগ্য। এই সমালোচনার কোন ভিত্তি নেই। অযাচিত সমালোচনার কারণে মেসি তার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানবেন বলে গুঞ্জন উঠে! এমনকি আগামী মাসে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে এলএম টেন খেলবেন না বলেও গুঞ্জন রটে। তবে চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে উঠা গুঞ্জন অস্বীকার করেছেন মার্টিনো। এ প্রসঙ্গে আর্জেন্টাইন বস বলেন, মেসি সেপ্টেম্বরে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়নি। আগামী সপ্তাহে আমি যখন দল ঘোষণা করব তখন আপনারা এর সত্যতা দেখতে পারবেন। তিনি আরও বলেন, একজন আর্জেন্টাইন হিসেবে বিশ্বসেরা খেলোয়াড়কে দলে না পাওয়াটা হতাশাজনক ও অবিশ্বাস্য। মেসিকে ছাড়া কেউ জাতীয় দল কল্পনাই করতে পারে না। পাশাপাশি মেসি জাতীয় দলে বেশি খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্টিনো। তিনি মনে করছেন ১৯৮৬ সালের আগে দিয়াগো ম্যারাডোনা যে ধরনের সমস্যার মুখোমুখি ছিলেন মেসিও এখন একই ধরনের পরিস্থিতি মোকাবেলা করছেন। আগামী ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শুধু মার্টিনো নয়, দুঃসময়ে মেসির পাচ্ছে দাঁড়িয়েছেন অনেকেই। দিন কয়েক আগে যেমন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী তারকা জর্জে ভালডানো মেসির হয়ে কথা বলেন। তার মতে, মেসিকে বলিরপাঁঠা বানানোর প্রবণতা দেখা দিয়েছে। বিষয়টা মোটেও ভাল কোন কিছু নয়।
×