ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইওসির পদও ছাড়লেন ব্লাটার

প্লাতিনিকে প্যারাগুয়ের সমর্থন

প্রকাশিত: ০৬:২৯, ৫ আগস্ট ২০১৫

প্লাতিনিকে প্যারাগুয়ের সমর্থন

স্পোর্টস রিপোর্টার ॥ চাপের মুখে থাকা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সভাপতি সেপ ব্লাটার এবার আরেকটি পদ থেকেও সরে দাঁড়ালেন। সোমবার তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) সিটও ছেড়ে দিয়েছেন। কয়েকদিন বাদেই ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন ব্লাটার। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মাইকেল প্লাতিনি ক্রমেই শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছেন। এবার প্যারাগুয়ের ফুটবল এ্যাসোসিয়েশন তাকে সমর্থন জানিয়েছে। আগামী ২৬ অক্টোবরের মধ্যে ফিফা সভাপতি পদের প্রার্থী হিসেবে অন্তত পাঁচটি জাতীয় ফুটবল এ্যাসোসিয়েশনের লিখিত সমর্থন দেখাতে হবে। এর ৪ মাস পরই অনুষ্ঠিত হবে ফিফা সভাপতি নির্বাচন। এবার প্যারাগুয়ের সমর্থনও পেলেন প্লাতিনি। এ বিষয়ে প্যারাগুয়ে ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি লিখিত পত্র ফিফা মহাসচিব জেরেমি ভালকের কাছে পাঠানো হয়েছে। ওই পত্রে লিখা হয়েছে, ‘প্যারাগুয়ের ফুটবল এ্যাসোসিয়েশন মাইকেল প্লাতিনির ফিফা সভাপতির প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাচ্ছে। দয়া করে প্লাতিনির প্রার্থিতা ফিফা নির্বাচন কমিটির কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হোক।’ বর্তমানে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি প্লাতিনি। ব্লাটারের স্থলাভিষিক্ত হিসেবে ফিফা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে তিনিই সর্বাগ্রে আছেন বর্তমানে। এছাড়াও আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিয়েছেন দক্ষিণ কোরিয়ার চুং মোং-জুন, ব্রাজিলের সাবেক তারকা জিকো এবং লাইবেরিয়ার ফুটবল সভাপতি মুসা বিলিতি। এর মধ্যে অবশ্য জিকো প্রায় হাল ছেড়েই দিয়েছেন। কারণ নিজেই কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন পাঁচ ফুটবল এ্যাসোসিয়েশনের সমর্থন পাওয়া তার জন্য দুষ্কর হয়ে উঠবে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এবং সাবেক রাজবন্দী টোকিও সেক্সওয়ালে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। গত ২৯ মে অনুষ্ঠিত ফিফা নির্বাচনে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন ব্লাটার। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত অবশ্য ফিফার দায়িত্বে আসীন আছেন ব্লাটার। ফিফা নির্বাচনে ২০৯ সদস্য দেশের একটি করে ভোট রয়েছে। কিন্তু ব্লাটারের অধীনে থাকা কমিটির বিরুদ্ধে এবার দুর্নীতির বড় রকমের অভিযোগ ফিফার একক শাসক হিসেবে তার সিংহাসন নড়বড়ে করে দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারিতে সভাপতি পদ থেকে সরে দাঁড়াবেন ব্লাটার। এর আগে সোমবার তিনি ছেড়ে দিলেন আইওসি সিটও।
×