ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিসিএলের নতুন এমডি ফখরুদ্দিন আহমেদ চৌধুরী

প্রকাশিত: ০৬:২৪, ৫ আগস্ট ২০১৫

বিটিসিএলের নতুন এমডি ফখরুদ্দিন আহমেদ চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সরকারের অতিরিক্ত সচিব বিসিএস (টেলিকম) ক্যাডারের সদস্য প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীকে বিটিসিএল’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন। গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী ১৯৬০ সালে সুনামগঞ্জের এক সম্ভ্রান্তÍ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়া থেকে আইটিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, সেমিনার এবং সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তাঁর পিতার নাম মরহুম ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী এবং মাতার নাম মরহুমা শামছুন নাহার বেগম। পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য জানান।
×