ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের জানাজা প্রকাশ্যে খোলা মাঠে হতে দেয়া হবে না ॥ মোজাম্মেল হক

প্রকাশিত: ০৬:২০, ৫ আগস্ট ২০১৫

যুদ্ধাপরাধীদের জানাজা প্রকাশ্যে খোলা মাঠে হতে দেয়া হবে না ॥ মোজাম্মেল হক

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৪ আগস্ট ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন আর কোন যুদ্ধাপরাধীর জানাজা প্রকাশ্যে খোলা মাঠে এ দেশের মাটিতে হতে দেয়া হবে না। কারণ, মহান মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার, আলবদররা লাখ লাখ শহীদ মুক্তিযোদ্ধা জনতার জানাজা হতে দেয়নি এমনকি দাফন পর্যন্ত করতে দেয়নি। জানাযা ও দাফনের সুযোগ না দেয়ায় ‘৭১’র শহীদদের লাশ কাক শেয়াল-কুকুর খেয়েছে। মুসলিম হওয়ার পরও একাত্তরে আমাদের সঙ্গে রাজাকাররা যা করেছে আমরাও তাদের সঙ্গে এখন থেকে একই আচরণ করব। তাদের এই আচরণের জবাব আমরাও তাদের মতোই দেব। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির পাশাপাশি যুদ্ধাপরাধীদের তালিকা প্রস্তুত করছে আগামী প্রজন্মের জানার জন্য। মুক্তিযোদ্ধাদের মেশিন রিডেবল আইডি কার্ড দেয়া হবে। এখানে জালিয়াতির কোন সুযোগ রাখা হবে না। মন্ত্রী মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ২ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাডভোকেট শামছুন নাহার রব্বানী শাহানা, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আমজদ (বড় ভাই), মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার ইউসুফ আল আজাদ, প্রকল্প পরিচালক মাহমুদুল হাসান। উদ্বোধন পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
×