ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৪:০৫, ৫ আগস্ট ২০১৫

বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায় এফবিসিসিআই

ইলেকট্রিক্যাল শিল্পপার্ক স্থাপনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ইলেকট্রিক্যাল সামগ্রী ও পণ্যে বিনিয়োগ আকৃষ্ট এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ প্রদান ও রফতানিতে ৩ বছরের জন্য ৫ শতাংশ নগদ সহায়তার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এফবিসিসিআইর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানানো হয়। ‘ইন্ডিয়া ইনভেসট্রেড ২০১৫’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ থেকে ৮ আগস্ট ইন্ডিয়া ইনভেসট্রেড ২০১৫ বিষয়ক মাল্টি সেক্টরাল এক্সপোজিশন অনুষ্ঠিত হবে। যার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একই ভেন্যুতে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস কনক্লেভ: দি ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কনক্লেভ। -অর্থনৈতিক রিপোর্টার রাঙ্গুনিয়া পৌরসভার বাজেট ঘোষণা চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৪-১৫ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে মেয়র আলহাজ খলিলুর রহমান চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। চলতি অর্থবছরে ১৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮শ’ ৪৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর সচিব মোঃ আল হেলালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বাজেট আলোচনায় অংশ নেন কাউন্সিলর জালাল উদ্দিন, মোঃ সেলিম, আবদুস সামাদ খান, মঞ্জুরা খাতুন, হেলাল উদ্দিন শাহ, নজরুল ইসলাম, জমির হোসেন, কপিল উদ্দিন সিকদার, মোঃ জসিম উদ্দিন, নাছির উদ্দিন, নাসিমা আকতার ও রেবা রাণী দে প্রমুখ। বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ১১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৫শ’ ২০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া
×