ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে বিচ হ্যাচারির

প্রকাশিত: ০৪:০০, ৫ আগস্ট ২০১৫

অকারণে দর বাড়ছে বিচ হ্যাচারির

অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারির শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানায়। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার কোম্পানি কর্তৃপক্ষকে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হল্টেড হয়ে যায়। মঙ্গলবারেও কোম্পানিটির শেয়ারের দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ১৯.৮ টাকা থেকে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ২১.৭০ টাকায়। বিক্রেতা না থাকায় মঙ্গলবার সোয়া ১২টায় কোম্পানির শেয়ার লেনদেন হল্টেড অবস্থায় রয়েছে। দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার কেনাবেচার ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ২ কোম্পানির উদ্যোক্তা পরিচালক। কোম্পানিগুলো হলো : দি সিটি ব্যাংক লিমিটেড এবং এক্সিম ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সিটি ব্যাংকের পরিচালক সোহেল রেজা খালেদ নিজ প্রতিষ্ঠানের মোট ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। এদিকে এক্সিম ব্যাংকের উদ্যোক্তা হাসিনা আক্তারের হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ৩ লাখ ২৯ হাজার ৬২২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৩ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। তারা বর্তমার বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
×