ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে শিশু হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

প্রকাশিত: ০৩:৪৯, ৫ আগস্ট ২০১৫

পাকিস্তানে শিশু হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

১১ বছর আগে এক শিশুকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান সরকার, যদিও ঘটনার সময় আসামি কিশোর বয়সী ছিলেন দাবি করে তাকে মৃত্যুদণ্ড না দেয়ার দাবি ছিল বিভিন্ন মানবাধিকার সংস্থার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরের ঠিক আগে করাচি জেলে শাফকাত হুসাইন নামের ওই তরুণকে ফাঁসিতে ঝোলানো হয়। তার আগে সোমবার মধ্যরাতে তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়া হয়। আইনজীবীরা দাবি করে আসছিলেন, শাফকাতের বিচার শুরুর সময় তার বয়স ছিল ১৪ বছর। তার স্বীকারোক্তি আদায় করা হয়েছিল নির্যাতন চালিয়ে। অবশ্য কর্তৃপক্ষ বলে আসছে, ২০০৪ সালে হত্যাকাণ্ডের সময় শাফকাতের বয়স ২৩ বছর ছিল। পাকিস্তানের ইংরেজী দৈনিক ডনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৪ সালে করাচির একটি এ্যাপার্টমেন্ট ভবন থেকে এক শিশুকে অপহরণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় শাফকাতকে। ওই ভবনে দারোয়ানের কাজ করতেন শাফকাত। পাকিস্তানে শাফকাত হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এক শিশুকে হত্যা করার দায়ে। বয়স নিয়ে বিতর্ক এবং নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগের কারণে মামলাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে। চলতি বছরই চারবার শাফকাতের দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়া হলেও তা পিছিয়ে যায়। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপ্রাইভসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা শাফকাতের ফাঁসি কার্যকর না করার আহ্বান জানালে তা কাজে আসেনি। তার প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়। আন্তর্জাতিক চাপে পাকিস্তানে দীর্ঘদিন মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ ছিল। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে তালেবান হামলায় দেড় শ’ শিক্ষার্থী নিহত হওয়ার পর আবারও সেখানে ফাঁসির রায় কার্যকর করা শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত ১৯৩ জনের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান।
×