ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৩, ৪ আগস্ট ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২২. কখন ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে? ক) আবু বকর (রা) এর যুগে খ) আলী (রা) এর যুগে গ) উসমান (রা) এর যুগে ঘ) হাজ্জাজ বিন ইউসুফের যুগে ২৩. হযরত আলি (রা) এর জীবনযাপন পদ্ধতি ছিল- র. সহজ-সরল রর. জাঁকজমকপূর্ণ ররর. অনাড়ম্বর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৪. শালীনতার অন্যতম বিষয় কী? ক) পর্দা খ) হিজাব গ) লজ্জাশীলতা ঘ) কপটতা ২৫. কিতাবুল মানসুরী কত খ-ে সমাপ্ত? ক) ৫ খ- খ) ৩ খ- গ) ৪ খ- ঘ) ১০ খ- ২৬. নিম্নের কোনটি মানুষকে সৎ পথে পরিচালিত করে? ক) তাকওয়া খ) সালাত গ) জিহাদ ঘ) সাওম ২৭. সিরাত শব্দের অর্থ কী? ক) দাঁড়িপাল্লা খ) পুল গ) সীমানা ঘ) প্রশস্ত ২৮. ‘কুফর’ মানুষের মধ্যে জন্ম দেয়- ক) লালসার খ) প্রতারণার গ) মিথ্যাচারের ঘ) অকৃতজ্ঞতার ২৯. হুসনুল খুলুক অর্থ কী? ক) খারাপ চরিত্র খ) ভালো চরিত্র গ) সুন্দর চরিত্র ঘ) নিন্দনীয় চরিত্র ৩০. কুরআন নাযিল করা হয়েছে মানুষকে- র. সৎ পথে দেখানোর জন্য রর. অজ্ঞ বানানোর জন্য ররর. অন্ধকারে নিক্ষেপ করার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩১. ‘এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।’ - কোন সূরার অংশ? ক) সূরা আদআত খ) সুরা বুরুজ গ) সুরা না’বা ঘ) সূরা দুহা ৩২. মুমিন ব্যক্তি কিসের দ্বারা পরিচালিত হয়? ক) সততার দ্বারা খ) ধৈর্যশীলতার দ্বারা গ) বিবেকের দ্বারা ঘ) ইমানের দ্বারা ৩৩. শাফাআতের সবচেয়ে বেশি ক্ষমতা কার থাকবে? ক) আদম (আ.) খ) মুসা (আ.) গ) মুহাম্মদ (স.) ঘ) ইউনুস (আ.) ৩৪. জিহাদ ও সন্ত্রাসবাদ পরস্পর- ক) সমার্থক খ) বিপরীত গ) উদ্দেশ্য অভিন্ন ঘ) নিকটতম অর্থবোধক ৩৫. আল্লাহ, নবি-রাসূল, ফেরেস্তা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের- ক) আচরণগত দিক খ) প্রায়োগিক দিক গ) বিশ্বাসগত দিক ঘ) বাস্তব দিক ৩৬. ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে কেমন? ক) শত্রুতার খ) কঠোর গ) বন্ধুর ঘ) অধীনস্তের ৩৭. হযরত মুহাম্মদ (স) আল-আমিন (বিশ্বাসী) উপাধি পেয়েছিলেন- র. আচার-আচরণের জন্য রর. আমানতদারিতার জন্য ররর. সত্যবাদিতার জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. আখলাকে হাসানাহ অর্থ কী? ক) সুন্দর চরিত্র খ) অসচ্চরিত্র গ) খারাপ কাজ ঘ) ভালো কাজ ৩৯. আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথে অনুসারে জীবনযাপন করেন। সুতরাং তিনি একজন- ক) মুত্তাকি খ) মুহাজির গ) মুসলিম ঘ) মুমিন ৪০. পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি? ক) ইনজিল খ) তাওরাত গ) হাদিস ঘ) কুরআন ৪১. ‘আমি জ্ঞানের শহর আর আলি তার দরজা’- এটি কার বাণী? ক) হযরত মুহাম্মদ (স) খ) আল্লাহ তায়ালার গ) হযরত উমর (রা) ঘ) হযরত উসমান (রা) ৪২. ‘নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।’ আয়াতটি কোন সূরার? ক) সূরা আল বাকারা খ) আত্-তাওবা গ) আল-হুজুরাত ঘ) সূরা না’বা ৪৩. ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি কোনটি? ক) নামায খ) যাকাত গ) সাদকাহ ঘ) ব্যাংক ব্যবস্থা ৪৪. সিরিয়া যাত্রাপথে মহানবী (স) এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী? ক) ওয়ারাকা খ) আকরামা গ) বহীরা ঘ) ফুহাইর ৪৫. কুরআন কার বাণী? ক) আল্লাহ তায়ালার খ) জিব্রাঈল (আ)-এর গ) মুহাম্মদ (স)-এর ঘ) সাহাবাদের (রা)-এর ৪৬. ‘মুসলিমগণ যা ভালো মনে করে, তা আল্লাহর নিকটও ভালো।’ উক্তিটি কিসের প্রতি ইঙ্গিত করে? ক) কুরআন খ) হাদিস গ) ইজমা ঘ) কিয়াস
×