ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজের রেকর্ড ভাঙলেন লিডেকি

প্রকাশিত: ০৬:১৮, ৪ আগস্ট ২০১৫

নিজের রেকর্ড ভাঙলেন লিডেকি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেকেই ছাড়িয়ে গেলেন কেটি লিডেকি। সোমবার বিশ্বচ্যাম্পিয়নশিপের ১,৫০০ মিটার ফ্রিস্টাইলের হিটে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। এদিন তিনি ১৫ মিনিট ২৭.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন। সেইসঙ্গে ছাড়িয়ে যান আগের গড়া ১৫ মিনিট ২৮.৩৬ সেকেন্ডের রেকর্ডকে। গত বছরের আগস্ট মাসে প্যান প্যাসিফিক গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ১৮ বছর বয়সী এই আমেরিকান সাঁতারু শুধু পনেরো শ’ মিটারেই নয়। সাঁতারের ৪০০ এবং ৮০০ মিটারেও বিশ্ব রেকর্ডর মালিক। অসাধারণ এই কীর্তি গড়ে রোমাঞ্চিত লিডেকি। দুর্দান্ত পারফর্মেন্সে কোচের ভূমিকাকেও প্রশংসা করেছেন তিনি। এ বিষয়ে প্রতিযোগিতার শেষে সংবাদ সম্মেলনে কেটি লিডেকি বলেন, ‘কোচ আমাকে বলেছেন যে প্রথম ৯০০ মিটার খুব স্বাভাবিকভাবে সাঁতরাতে। পরের ৩০০ মিটারে নিজেকে প্রস্তুত করতে এবং শেষ ৩০০ মিটারে নিজের সেরাটা মেলে ধরতে। আসলে আমার কাছে এটা দারুণ এক অভিজ্ঞতাই বলতে পারেন।’ আর পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়াটা যে কঠোর অনুশীলনেরই দারুণ এক স্বীকৃতি সেটাও জানিয়েছেন লিডেকি। এ বিষয়ে তার মন্তব্য হলো, ‘কোন কিছু অর্জন করতে পারাটা হলো কঠোর অনুশীলনেরই স্বীকৃতি। আমি তা আবারও করতে পেরে কিছুটা বিস্মিতই।’ গত মার্চেই আঠারো পেরিয়েছেন লিডেকি। সম্প্রতিই স্কুলের গ-ি পেরিয়েছেন তিনি। কিন্তু বয়স যতই হোক না কেন, তরুণ প্রতিভাবান এই সাঁতারু নিজেকে মেলে ধরেছেন বিশ্বব্যাপী। যার সীমাটা আসলে পরিমাপ করাটা খুবই কঠিন। খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান এই সাঁতারু আটবার বিশ্ব রেকর্ড গড়ার মাইলফলক স্পর্শ করেছেন। ১৫০০ মিটারেই এটা তার চতুর্থবারের মতো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়া। বিশ্বচ্যাম্পিয়নশিপে এটা দ্বিতীয় বিশ্বরেকর্ড। লিডেকি ছাড়াও এখানে অসাধারণ পারফর্ম করে বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডেনের সারা জোস্ট্রোম। রবিবার সুইডিশ তারকা ১০০ মিটার বাটারপ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়েন। বিশ্বচ্যাম্পিয়নশিপে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো আছে চীনের তারকা সাঁতারু সান ইয়াং। সোমবার ২০০ মিটার ফ্রি স্টাইলের সেমিতে তিনি সবচেয়ে দ্রুততম কোয়ালিফায়ার হন তিনি। আগেরদিন সান ৪০০ মিটার ফ্রি স্টাইলের শিরোপা নিজের করে রেখেছেন। তার লক্ষ্য এখন বাকি প্রতিযোগিতাগুলোতেও নিজের সেরাটা মেলে ধরা। সানের পর দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য জিতেছেন বৃটেনের জেমস গাই। সান ইয়াংয়ের চেয়ে ০.১০ সেকেন্ড পেছনে থেকে ফিনিশিংলাইন স্পর্শ করেন। জার্মানির বিশ্ব রেকর্ডধারী পাউল বাইডারম্যান এবং অস্ট্রেলিয়ার ক্যামেরোন ম্যাকবয়ও মঙ্গলবারের ফাইনালে শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী। বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে লড়াই শুরু করে দিয়েছেন আমেরিকার তারকা সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন। সোমবার সেমিফাইনালে তিনি পঞ্চম দ্রুততম অবস্থানে থেকে ফিনিশিং লাইন স্পর্শ করেন। লন্ডন অলিম্পিকের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। এবারও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া ফ্রাঙ্কলিন। বিশ্বচ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে কেটি লিডেকি এবং সান ইয়াংয়ের আলো ছড়ানোর দিন নজর কেড়েছেন সুইডেনের সারাহ জোস্ট্রোম। ১০০ মিটার বাটারপ্লাইয়ে রেকর্ড গড়েন তিনি।
×