ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিটার ছাড়াই বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৬:১৫, ৪ আগস্ট ২০১৫

মিটার ছাড়াই বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ আগস্ট ॥ ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে মিটার ছাড়াই অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তার সহায়তায় এ সব অবৈধ সংযোগ প্রদান করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পল্লী বিদ্যুত সমিতির ফুলছড়ির ৩নং এলাকায় অবৈধভাবে সংযোগ দেয়ার ফলে প্রতিদিন মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে পল্লী বিদ্যুত সমিতি। এ অবস্থা দীর্ঘদিন যাবত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ গ্রহণ করছে না। জানা গেছে, ওই এলাকায় লাইন স্থাপনের সময় থেকে অবৈধভাবে মিটারবিহীন সরাসরি সংযোগ নিয়ে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সাইট সংযোগ দেয়া হয়েছে একাধিক। জানা গেছে, সদস্য আবেদন ফি ২০ টাকা এবং জামানত ৬০০ টাকা জমা দিয়ে একজন গ্রাহক মিটার পাওয়ার কথা। কিন্তু মিটার না লাগিয়ে মিটার বোর্ড থেকে সরাসরি বিদ্যুত সংযোগ নিয়ে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। এ কারণে পল্লী বিদ্যুত সমিতি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে গাইবান্ধা পল্লী বিদ্যুত সমিতির জিএম এএইচএম ওহিদুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল মশামারী বাজারের বেশ ক’টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×