ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাঁধ দুই দিনেও মেরামত হয়নি

প্রকাশিত: ০৬:১৩, ৪ আগস্ট ২০১৫

সাতক্ষীরায় বাঁধ দুই দিনেও মেরামত হয়নি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধটি দু’দিনেও মেরামত করা সম্ভব হয়নি। সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামত করার চেষ্টা করা হলেও পর্যাপ্ত উপকরণের অভাবে কাজ বন্ধ হয়ে যায়। চলতি বছর এপ্রিলে প্রথম দফায় এই বাঁধ ভেঙ্গে যাওয়ার পর এই এলাকায় ৭শ’ ৫০ মিটার বিকল্প রিং বাঁধ তৈরির জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হলেও ৫০ ভাগ কাজ বাকি থাকতেই ঠিকাদার কাজ বন্ধ করে দেয় বলে এলাকাবাসীর অভিযোগ। ১৯ জুনের পর থেকে ঠিকাদার আর কাজ না করায় কোমেনের প্রভাবে বাঁধটি ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। ঠিকাদার ধীর গতিতে কাজ করার কারণে এ বিপর্যয় এমনটি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা ২ ডিভিশনের এসডিই ফারুক আহমেদ সোমবার বিকেলে বলেন, মঙ্গলবার সকালে ফের বাঁধ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এদিকে বাঁধভাঙ্গা পানিতে ডুবে থাকা চাকলা গ্রামের আড়াইশ’ পরিবার পানি বন্দী হয়ে আছে। জোয়ারের পানিতে ফের এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে, আশাশুনি উপজেলার জেলেখালী দয়ারঘাট ও মনিপুর এলাকার বেড়িবাঁধেও ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে সেখানে বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয় জনসাধারণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
×