ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পুলিশ নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৬:১২, ৪ আগস্ট ২০১৫

কুষ্টিয়ায় পুলিশ নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ আগস্ট ॥ কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে দুই এসআইকে বেধড়ক মারপিট, পোশাক ছিঁড়ে ফেলা ও অস্ত্র ছিনতাই চেষ্টাসহ সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই এসআই মিরপুর থানায় কর্মরত। গ্রেফতারকৃত আবুল কাশেম মিরপুর উপজেলা যুবলীগ সভাপতি। সোমবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। নির্যাতনের শিকার মিরপুর থানার এসআই ওসমান জানান, গত ২৯ জুলাই রাতে উপজেলার কাঁচাবাজার এলাকায় আনারস বিক্রেতা বকুলের কাছে আনারস চান যুবলীগ নেতা। দোকানদার মানসম্মত নয় বলে তাকে আনারস দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম জোয়ার্দার আনারস বিক্রেতা বকুলকে বেধড়ক মারপিট করে। তার চিৎকার শুনে এসআই ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছলে ওই নেতা তার ছোটভাই হীরকসহ পুলিশের ওপর চড়াও হয়। ওই নেতা জানতে চান দলবল নিয়ে পুলিশ কেন সেখানে হাজির হয়েছে? সেই সঙ্গে পুলিশকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে বেধড়ক ঘুষি, লাথি ও মারপিট করে পোশাক ছিঁড়ে দেয়াসহ অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে অপর এসআই হালিম সেখানে উপস্থিত হলে তার ওপরও তারা চড়াও হয়। এ ঘটনায় এসআই ওসমান বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ নির্যাতন ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দার ও তার ছোট ভাই হীরক জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।
×