ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে শান্তি মিত্রের মাইম উৎসব

প্রকাশিত: ০৬:১০, ৪ আগস্ট ২০১৫

ময়মনসিংহে শান্তি মিত্রের মাইম উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ মূকাভিনয় বা মাইমের বিস্তার ঘটছে সারাদেশে। ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে ময়মনসিংহ জেলা শহরে মাইম উৎসবের আয়োজন করতে যাচ্ছে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা। এই উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হলো মাইম কর্মশালা। শান্তি মিত্র সংস্থার সাংস্কৃতিক কর্মকর্তা রুবেল জানায়, আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসে মাইম উৎসবে মাইম প্রদর্শনের জন্য ঢাকাসহ বিভিন্ন জেলার মাইম সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এই উৎসবে আমাদের নিজেদের মাইম প্রযোজনারও প্রদর্শনী হবে। মূলত নিজেদের প্রযোজনাটি তৈরির লক্ষ্যেই আমরা মাইম কর্মশালার আয়োজন করেছি। এই কর্মশালার মাধ্যমে মূকাভিনয় সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পেয়ে আমাদের সংস্কৃতি কর্মীরা অনেক সমৃদ্ধ হয়েছে, অনেক কিছু শিখেছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব কর্মীর সমন্নয়ে আমরা আশা করছি ভাল একটি মূকাভিনয় প্রযোজনা তৈরি করতে পারব। আমাদের পা-ুলিপি তৈরি করা আছে শীঘ্রই প্রযোজনাটির কাজ শুরু করব।প্রসঙ্গত, ময়মনসিংহে গত ২৬-২৯ জুলাই চার দিনের কর্মশালার আয়োজন করে শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থা। কর্মশালার প্রশিক্ষক ছিলেন মাইম শিল্পী নিথর মাহবুব। কর্মশালায় শান্তি মিত্র সমাজ কল্যাণ সংস্থার সংস্কৃতি কর্মীসহ স্থানীয় নাট্য সংগঠন ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্ররাও অংশ নেন। কর্মশালা প্রযোজনা হিসেবে ‘বক্স ইন বক্স’ ও ‘ভালো-মন্দ’ নামে দুটি দলীয় খ- মাইমও তৈরি করা হয় নিথর মাহবুবের নির্দেশনায়। এই খ- মাইম দুটি এখন থেকে নিয়মিত প্রদর্শনী করবে শান্তি মিত্র সংস্থা।
×