ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অভিনেত্রী মায়া ঘোষ

প্রকাশিত: ০৬:০৯, ৪ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অভিনেত্রী মায়া ঘোষ

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন দেশের বরেণ্য চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী মায়া ঘোষ। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। এ অবস্থায় নিজের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন প্রবীন এই শিল্পী। রবিবার মগবাজারের প্রকৃতি টেলিমিডিয়া কার্যালয়ে শিল্পী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান মায়া ঘোষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা ঝুনা চৌধুরী, ডিএ তায়েব, নাট্য পরিচালক জি এম সৈকত প্রমুখ। সংবাদ সম্মেলনে মায়া ঘোষ বলেন, দীর্ঘ দিন ধরে আমি অসুস্থ । যখন আমি সুস্থ ছিলাম পরিচালকরা আমাকে নাটক চলচ্চিত্রে কাজের জন্য ডাকত। এখন আমি নিজে ফোন করলেও অনেকে ফোনটা পর্যন্ত ধরেন না। আমি আজ সর্বস্ব হারিয়ে মৃত্যু পথযাত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতা কমনা করছি। তিনি তো মহান, বরাবরই তিনি অসহায় দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই আমি বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান। সংবাদ সম্মেলনে অন্য শিল্পীরা মায়া ঘোষের চিকিৎসার্থে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
×