ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনজীর যদি কথা শুনতেন

প্রকাশিত: ০৬:০৭, ৪ আগস্ট ২০১৫

বেনজীর যদি  কথা  শুনতেন

আইএসআই আশঙ্কা করেছিল আক্রান্ত হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো। লিয়াকতবাগে সভার আগে তাকে সেই সতর্কবার্তা পৌঁছে দেন তৎকালীন আইএসআই প্রধান। সন্ত্রাসবাদবিরোধী আদালতে এমনটা দাবি করলেন ভুট্টোর সেই সময়ের নিরাপত্তা কর্মকর্তা এবং প্রাক্তন পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির একটি নির্বাচনী সভায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেনজীর ভুট্টো। ইমতিয়াজের দাবি, তৎকালীন আইএসআই প্রধান নাদিম তাজ এবং সহকারী মেজর জেনারেল এহসান ২৬ অথবা ২৭ ডিসেম্বর দেখা করেন ভুট্টোর সঙ্গে। আইএসআইয়ের কাছে খবর ছিল যে বেশ কয়েক জঙ্গী ঢুকেছে রাওয়ালপিন্ডি শহরে। সভার আগে বা পরে হামলা চালাতে পারে তারা। - আজকাল
×