ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাড়িবহরে হামলা, অল্পের জন্য রক্ষা নওয়াজের

প্রকাশিত: ০৬:০৭, ৪ আগস্ট ২০১৫

গাড়িবহরে হামলা, অল্পের জন্য রক্ষা নওয়াজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেয়েছেন। রবিবার রাতে রাজধানী ইসলামাবাদে তার গাড়িবহরের ওপর হামলা হলেও তিনি অক্ষত আছেন। তবে হামলাকারী গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর এএফপি এক্সপ্রেস ট্রিবিউনের। প্রধানমন্ত্রীর বাসভবনের একটি সূত্র জানিয়েছে, নওয়াজ শরীফ তার পরিবার নিয়ে পর্যটন কেন্দ্র মারি থেকে রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় অন্য একটি গাড়ি প্রধানমন্ত্রীর গাড়িবহরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই ধাক্কা দেয়া গাড়িটি আটক করা হয় এবং চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, আটক গাড়িতে ভুয়া নাম্বার প্লেট লাগানো ছিল। সূত্র জানায়, প্রধানমন্ত্রী অক্ষত আছেন। ঘটনাটি সম্পর্কে রেডিও পাকিস্তান প্রতিবেদন প্রকাশ করে। আটক চালককে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছে। সরকারী এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এএফপিকে জানান, আটক গাড়ির চালক পাকিস্তান বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর বলে দাবি করেছেন। তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে একটি সাদা ল্যান্ডক্রুজার গাড়িতে করে যাচ্ছিলেন। তিনি আরও জানান, তিনি এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর কাছে আছেন এবং তার গাড়িও জব্দ করা হয়েছে। ঘটনাটি রাজধানী ইসলামাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটে।
×