ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় সেনা অভিযানে শিশুসহ ১৭৮ জিম্মি মুক্ত

প্রকাশিত: ০৬:০৬, ৪ আগস্ট ২০১৫

নাইজিরিয়ায় সেনা অভিযানে শিশুসহ ১৭৮  জিম্মি মুক্ত

ইসলামপন্থী জঙ্গী সংগঠন বোকো হারামের কবল থেকে শতাধিক শিশুসহ একশ ৭৮ জিম্মিকে মুক্ত করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দেশের উত্তর-পূর্বাঞ্চলে জিহাদীদের কয়েক দফা ভয়াবহ হামলার পর জিম্মি উদ্ধারের এ ঘটনা ঘটল। খবর এএফপি ও বিবিসির। সামরিক মুখপাত্র কর্নেল টুকুর গুসাও এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর সদস্যদের অভিযানের সময় সন্ত্রাসীদের হাতে জিম্মি একশ ৭৮ জন মুক্ত হয়েছে। তাদের মধ্যে একশ এক শিশু, ৬৭ নারী ও ১০ পুরুষ রয়েছে। মুখপাত্র বলেন, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম শহর মাইদুগুরির ৭০ কি.মি. দক্ষিণে আউলারির কাছে সেনাসদস্যরা এ অভিযান চালায়। এ সময় বোকো হারামের এক কমান্ডারকেও আটক করা হয় বলে সেনাবাহিনী দাবি করেছে। তবে কখন অভিযান চালানো হয় তা মুখপাত্র স্পষ্ট করেননি। সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারামের হাতে আটক কয়েকশ’ লোককে মুক্ত করার ঘোষণা দেয় নাইজেরিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে ইসলামপন্থীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলে অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। নাইজিরিয়ায় গত কয়েকদিনে বোকো হারামের কয়েক দফা হামলার পর সর্বশেষ এ জিম্মি মুক্তির ঘটনা ঘটল।
×