ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই মিউচুয়াল ফান্ডের সভা আহ্বান

প্রকাশিত: ০৬:০৪, ৪ আগস্ট ২০১৫

দুই মিউচুয়াল ফান্ডের  সভা আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি। ফান্ড দুটি হচ্ছে-এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আগামী ১০ আগস্ট এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দুটি ফান্ডেরই ট্রাস্টি সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে ফান্ডের ট্রাস্টি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অপরদিকে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে ফান্ডটির ট্রাস্টি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
×