ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক কোটি ৪০ লাখ পিসিতে উইন্ডোজ ১০

প্রকাশিত: ০৬:০৩, ৪ আগস্ট ২০১৫

এক কোটি ৪০ লাখ পিসিতে উইন্ডোজ ১০

মাত্র ক’দিন আগেই বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় উইন্ডোজ ১০। এ মুহূর্তের খবরে বলা হচ্ছে, মাইক্রোসফটের সর্বশেষ এই সংস্করণটি এখন এক কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) পার্সোনাল কম্পিউটারে চলছে। তবে পণ্যটি নিয়ে প্রতিষ্ঠানের যে লক্ষ্যমাত্রা সেখানে পৌঁছতে এখনও বহুদিন। সফটওয়্যার জায়ান্টের ইচ্ছা আগামী তিন বছরের মধ্যে ১ বিলিয়ন পিসিতে উইন্ডোজের সর্বশেষ এই ভার্সনটি দেখার। এর আগের প্রতিবেদনগুলোতে বলা হয়, সফটওয়্যার জায়ান্টের চাওয়া প্রত্যেক উইন্ডোজ ব্যবহারকারীকে তাদের উন্নতমানের এই ভার্সনটির অভিজ্ঞতা দেয়া। যার কারণে খুব সাবধানতার সঙ্গে ধাপে ধাপে এটি ছাড়ছে। এছাড়া পণ্যটি সম্পর্কে এখন পর্যন্ত গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেক ব্যবহারকারী এর নতুন কিছু ফিচারে মুগ্ধ। -অর্থনৈতিক রিপোর্টার
×