ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন বাংলাদেশীদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব

প্রকাশিত: ০৬:০৩, ৪ আগস্ট ২০১৫

নতুন বাংলাদেশীদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব

বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পাঠানো এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাটি দেশে কার্যরত সকল ব্যাংক তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, দহগ্রাম-আঙ্গরপোতাসহ বাংলাদেশের মূল খ-ে একীভূত ১১১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলের অধিবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ১০ টাকা জমা নিয়ে ব্যাংক হিসার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই এলাকার নিকটবর্তী ব্যাংক শাখার মাধ্যমে এ হিসাব খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ প্রদান করা হলো। হিসাব খোলা ও পরিচালনার জন্য কোন সার্ভিস চার্জ নেয়া যাবে না। বাংলাদেশ পূর্বতন ছিটমহলবাসীর হিসাব নামে নির্ধারিত ছকে তিন মাস পর পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×