ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোবাইলে লেনদেন ৫ হাজার টাকার বেশি হলে গ্রাহকের ছবি তুলে রাখতে হবে

প্রকাশিত: ০৬:০২, ৪ আগস্ট ২০১৫

মোবাইলে লেনদেন ৫ হাজার  টাকার বেশি হলে গ্রাহকের  ছবি তুলে রাখতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোন গ্রাহক ৫ হাজার টাকার বেশি পরিমাণ উত্তোলন বা কাউকে বাহক হিসেবে পাঠালে তার ছবি তুলে রাখবেন এজেন্ট। অপরাধমূলক লেনদেনের ঝুঁকি এড়াতে গত রবিবার এ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সার্কুলার জারির পর ব্যাংকগুলো কী পদক্ষেপ নিয়েছে, তা ৩১ আগস্টের মধ্যে জানাতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, গ্রাহকের কেওয়াইসিতে (নো ইউর কাস্টমার) প্রদত্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ফোনের সিমের নিবন্ধন তথ্যাবলি একই রকম এবং নির্ভুল করার লক্ষ্যে সব গ্রাহকের মোবাইল ফোনের সিম আগামী ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন করাতে হবে। গ্রাহকদের দিয়ে রেজিস্ট্রেশন শেষে প্রমাণকের কপি এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে তা যাচাই ও সংরক্ষণ করতে হবে। রেজিস্ট্রেশন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিতে হবে।
×