ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৫৮, ৪ আগস্ট ২০১৫

বিএনপি নেতা নুর  মোহাম্মদ মণ্ডলের  বিরুদ্ধে দুদকের  তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ম-লের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচা কার্যালয় দুদক সম্প্রতি এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুদক সোমবার জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে। দুদক সূত্র জানায়, এমপি থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে নিজ এলাকাসহ রাজধানীতে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন তিনি। এ সব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত কয়েকটি বিষয়ে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে এ অনুসন্ধান শুরু করা হয়েছে। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন নূর মোহাম্মদ ম-ল। তখন তিনি বিএনপি থেকে জাপায় যোগদান করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
×