ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা প্রদান

প্রকাশিত: ০৫:৫৭, ৪ আগস্ট ২০১৫

কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা প্রদান

ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, বিস্কুটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করে। এছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সেন্টমার্টিনে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ জুলাই সেন্টমার্টিন, হাতিয়া, সন্দীপসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানে। এতে উক্ত এলাকাসমূহে শতাধিক ঘরবাড়ি ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আর্ত-মানবতার সেবায় এ সহযোগিতা প্রদান করছে। -আইএসপিআর
×