ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুধু দুই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:১৪, ৩ আগস্ট ২০১৫

শুধু দুই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ হবে আজ। এর আগে রবিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচী ঘোষণা করেছে। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশে এসে এ বছর অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টটি ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। এরপর ১৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ৩ অক্টোবর থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২০১১ সালের বিশ্বকাপের পর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সফরে দুটি টেস্টও ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার সব চুক্তিভিত্তিক ক্রিকেটার আইপিএলে সুযোগ পাওয়ায় তখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। সেই সিরিজের টেস্ট দুটি এবার খেলবে। তাই এবার কোন নির্ধারিত ওভারের খেলা নেই। শুধু ২০১১ সালে না খেলা দুটি টেস্ট খেলবে। এ সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অসিরা। ২ টেস্ট খেলতে ২৪ দিন বাংলাদেশে অবস্থান করবে তারা! ম্যাচ খেলবে দুটি। ১০ দিন খেলা হবে। অথচ প্রায় একমাস বাংলাদেশে বিচরণ করবে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। নয় বছর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট খেলা হয়েছিল। ২০০৬ সালের পর আবার টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই সফরে কোন ওয়ানডে বা টি২০ ম্যাচ নেই। দল দুটি এর আগে মোট দুবার একে অন্যের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে। দুই দলের মধ্যকার টেস্ট খেলার ইতিহাসের শুরু ২০০৩ সালে। সেবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে ডারউইন ও কেয়ার্নসে দুটি টেস্ট খেলা হয়েছিল। দুটিতেই বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৯৮ রানে হারে বাংলাদেশ। এরপর ২০০৬ সালে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। এবারও ২-০ সিরিজ জিতে। তবে ফতুল্লায় হওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চেপে ধরে বাংলাদেশ। শেষপর্যন্ত ৩ উইকেটে হার হয়। দ্বিতীয় টেস্টটি হয় চট্টগ্রামে। সেই টেস্টে ইনিংস ও ৮০ রানে হারে বাংলাদেশ। এবার তৃতীয়বারের মতো দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ হচ্ছে। বাংলাদেশের মাটিতে হচ্ছে দ্বিতীয়বারের মতো। সেই টেস্ট সিরিজটি আবার ৯ বছর পর হবে। ১৫ বছর আগে ২০০০ সালে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছে। এতদিনে তারা মোট ৯৩ টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে সাতটিতে। পাঁচ জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়াকে টেস্টে না পারলেও ১৯ ওয়ানডেতে খেলে একবার হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। এবার পূর্ব নির্ধারিত সিরিজে নির্ধারিত ওভারের কোন খেলা নেই। শুধু দুটি টেস্ট আছে।
×