ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে ব্রিজ উদ্বোধনের আগেই এ্যাপ্রোচে ধস

প্রকাশিত: ০৬:০৮, ৩ আগস্ট ২০১৫

শ্রীনগরে ব্রিজ উদ্বোধনের  আগেই  এ্যাপ্রোচে ধস

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর ব্রিজ উদ্বোধনের আগেই এ্যাপ্রোচ ধসে পড়েছে। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে উপজেলা সদর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে হড়িয়ার বাড়িতে এটি নির্মিত হয়েছে। ব্যয়বহুল ব্রিজটি উদ্বোধনের আগেই উভয় প্রান্তের এ্যাপ্রোচ ধসে পড়ায় এলাকায় নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ এবং তদারকির দায়িত্বে নিয়োজিত এলজিইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কাজটি টেন্ডার পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকিরুল আলম প্রায় ছয় মাস কাজ করে পাইলিং, বেইজমেন্ট ও পিলারগুলোর কাজ উপরের সীমানা পর্যন্ত করে লোকসানের আশঙ্কায় উপরের কাজ ফেলে পালিয়ে যায়। কিছুদিন পর্যন্ত ব্রিজটি পিলার সর্বস্ব অবস্থায় থাকার পর গত বছরের পয়লা আগস্ট ১ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৭৩২। অসমাপ্ত কাজের জন্য ২য় বারের মতো টেন্ডার পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হামিম ইন্টার ন্যাশনাল। ২য় দফার কার্যাদেশে গত বছরের ৫ ফেব্রুয়ারি শুরু করে ৫ আগস্ট শেষ করার কথা থাকলেও বর্তমান বছরের সাম্প্রতিক সময়ে শেষ হয় ব্রিজের কাজ। এরই মধ্যে উভয় প্রান্তের এ্যাপ্রোচে ধস দেখা দিয়েছে। শ্রীনগর উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেছেন, কাজ নিম্নমানের হয়ে থাকলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ্যাপ্রোচ ক্ষতিগ্রস্তের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
×