ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৯, ৩ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ্য করা যায়? ক) সাহিত্য কর্মে খ) স্থাপত্য শিল্পে গ) উচ্চাঙ্গ সঙ্গীত ঘ) তাঁত শিল্পে ২. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৮ ভাগে ৩. আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ হলো- র. নিজেদের অধিকার আদায় করা রর. স্বাধীনতা অর্জন ররর. আওয়ামী লীগকে খুশি করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪. ব্যক্তির সামাজিকীকরণে যে প্রযুক্তিগুলো অধিক প্রবাব ফেলে তা হলো- র. ইন্টারনেটের নেতিবাচক ব্যবহার রর. কম্পিউটার, ইন্টারনেট ররর. টেলিফোন, মোবাইল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৫. গারো পরিবারে কে সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে? ক) পিতা খ) মাতা গ) কন্যা ঘ) পুত্র ৬. গারো পরিবারে কে সংসার ব্যবস্থাাপনার দায়িত্ব পালন করে? ক) পিতা খ) মাতা গ) বড় ভাই ঘ) দাদা ৭. জাতিসংঘের কোন বিশেষ সংস্থা শিশুদের কল্যাণের জন্যে কাজ করে? ক) ইউনেস্কো খ) ফাও গ) ইউনিসেফ ঘ) ইউএনডিপি ৮. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সঙ্গীতটির রচয়িতা কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) নিধুবাবু গ) কালী মির্জা ঘ) কাজী নজরুল ইসলাম ৯. সবুজ গাছপালা বাতাসে কোন গ্যাস ছেড়ে দিচ্ছে? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন-ডাই-অক্সাইড ঘ) মিথেন ১০. মাদকদ্রব্যের উদাহরণ কোনটি? ক) তাড়ি খ) চকোলেট গ) পেপসি ঘ) কোকাকোলা ১১. বিশ্বব্যাংকের হিসেব মতে ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম? ক) ১০তম খ) ১২তম গ) ১৪তম ঘ) ১৬তম ১২. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? ক) টেলিভিশন খ) রেডিও গ) বেতার ঘ) সমবয়সী সঙ্গী ১৩. কোম্পানির দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের ক্ষমতা কার হাতে চলে যায়? ক) ফরাসিদের খ) পর্তুগিজদের গ) মারাঠাদের ঘ) ইংরেজদের ১৪. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ক) জনসম্পদ খ) খনিজ সম্পদ গ) কৃষিজ সম্পদ ঘ) শিল্প সম্পদ ১৫. যে কারণে মানুষকে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াতে হয়- র. কর্ম ও ব্যবসায় বাণিজ্যের প্রয়োজনে রর. শিক্ষার প্রয়োজনে ররর. চিকিৎসার প্রয়োজন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়? ক) জনসংখ্যা উন্নয়নে গৃহীত পরিকল্পনা খ) পরিবার পরিকল্পনা গ্রহণ গ) পরিবার পরিকল্পনায় সরকারি হস্তক্ষেপে ঘ) পরিবার পরিকল্পনায় বেসরকারি উদ্যোগ ১৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ক) নিউইয়র্কে খ) জেনেভায় গ) প্যারিসে ঘ) ফ্লোরিডায় ১৮. দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য কোনটি? ক) মোট দেশজ উৎপাদন বৃদ্ধি খ) জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি গ) মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি ঘ) জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি ১৯. মাহমুদ জানে মানুষের পাঁচটি ইন্দ্রিয়। লুই পা তার ইন্দ্রিয়গুলোকে কী বলেছেন? ক) খুঁটি খ) স্তম্ভ গ) ডাল ঘ) শক্তি ২০. ওআইসি’র সদস্যসংখ্যা কত? ক) ২৭ খ) ৩৭ গ) ৪৭ ঘ) ৫৭ ২১. সরকারের কাজগুলো সম্পাদনের জন্যে কয়টি বিভাগ রয়েছে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২২. কোথায় গ্যাসের সংকুলান হচ্ছে না? ক) গ্রামে খ) হোটেলে গ) বিমানে ঘ) শহরে ২৩. সমাজের সর্বস্তরের মানুষের পরিচয় কোনটি? ক) চাকরিজীবী খ) ব্যবসায়ী গ) আমজনতা ঘ) কৃষক-শ্রমিক ২৪. আফ্রিকার কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়? ক) মরক্কো খ) লিবিয়া গ) সুদান ঘ) মিসর ২৫. শৈশবে কাদের আকর্ষণ শিশুদের কাছে অপ্রতিরোধ্য? ক) বন্ধুদের খ) আত্মীয়স্বজনের গ) মা-বাবার ঘ) প্রতিবেশীদের ২৬. কোনটি প্রাকৃতিক সম্পদদের উদাহরণ? ক) খনিজদ্রব্য খ) উপাসনালয় গ) জাতীয় যাদুঘর ঘ) জাতীয় গ্রন্থাগার ২৭. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো- র. গ্রিন হাউস কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি রর. গ্রিন হাউস নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি ররর. গ্রিন হাউস মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৮. ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে বেশ কয়েকটি কী নির্মাণ করা হয়েছিল? ক) ধর্মীয় ইমারত খ) প্রশাসনিক ইমারত গ) আদালত ভবন ঘ) বাণিজ্যিক ইমারত ২৯. চাকমাদের প্রধান খাদ্য কী? ক) আটা খ) ময়দা গ) ভাত ঘ) আলু ৩০. সন্তানদের ছোটবেলা থেকেই যে বিষয় শেখানোর জন্যে অভিভাবক ও পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেষ্ঠ হতে হবে- র. ধর্মীয় মূল্যবোধ রর. সামাজিক মূল্যবোধ ররর. নৈতিক মূল্যবোধ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩১. তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সামরিক জোট কোনটি? ক) ন্যাম খ) ন্যাটো গ) ওয়ারশ ঘ) ফাও ৩২. বিশ্বের কোন দেশগুলো অধিক হারে জীবাশ্ব জ্বালানী ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে? ক) অনুন্নত খ) উন্নত গ) দরিদ্র ঘ) উন্নয়নশীল ৩৩. বর্তমানে কতটি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য? ক) ৫৭টি খ) ১৪০টি গ) ১৮৭টি ঘ) ১৮৯টি ৩৪. হতাশা সৃষ্টির অন্যতম কারণ কোনটি? ক) বিবাহ করা খ) টাকাপয়সা খরচ করা গ) প্রেমে ব্যর্থ হওয়া ঘ) বিদেশ গমন করা ৩৫. যার উপস্থিতির কারণে পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে- র. পানি রর. বায়ু ররর. প্রাণ উপযোগী পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৬. গত এক শতাব্দীতে বায়ুম-লে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ? ক) ৮০ খ) ৯০ গ) ৯৫ ঘ) ১০০
×