ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শৈলজারঞ্জনকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫৩, ৩ আগস্ট ২০১৫

নেত্রকোনায় শৈলজারঞ্জনকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহচর, রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার ও সঙ্গীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদার। প্রখ্যাত এই শিল্পীর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই বাংলার রবীন্দ্রপ্রেমীদের অংশগ্রহণে রবিবার নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় নামে মিডিয়া প্রতিষ্ঠান ‘চয়নিকা’ এর আয়োজন করে। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চয়নিকার কর্ণধার এসবি বিপ্লব, বিশ্ব ভারতীর সাবেক উপাচার্য ড. সুজিত কুমার বসু, ড. সুধীর কুমার ঘোষ, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী আশীষ কুমার ভট্টাচার্য, অভিনেত্রী মধুমিতা বসু, সুচন্দা ঘোষ, ঋতশ্রী ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য, পাপিয়া বড়ুয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা নেত্রকোনা শহরের থানা রোডে শৈলজারঞ্জন মজুমদারের বাসা এবং মোহনগঞ্জের বাহাম গ্রামে বেদখলকৃত তার পৈত্রিক বাড়ি উদ্ধারসহ তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান। পরে শৈলজারঞ্জন মজুমদারের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে এস বি বিপ্লব নির্মিত ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ শীর্ষক প্রামাণ্যচিত্রের বিশেষ অংশ প্রদর্শন করা হয়। সবশেষে কলকাতার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান। এদিকে, শনিবার নেত্রকোনার মোহনগঞ্জেও রবীন্দ্র সহচর শৈলজারঞ্জনের জন্মবার্ষিকী পালিত হয়েছে। মোহনগঞ্জের নিজস্ব সংবাদদাতা জানান, শৈলজারঞ্জন মজুমদারের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে রবীন্দ্রসঙ্গীতের দুই বাংলার বিখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে এই সঙ্গীতগুরুর জন্ম ভিটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দুই বাংলার শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সহায়তায় প্রশাসনের মিলনাতয়নে উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেনÑ বিশ্ব ভারতীর সাবেক উপাচার্য ড. সুজিত কুমার বসু, শৈলজারঞ্জন স্মারক উপহারপ্রাপ্ত গুণীজন ডাঃ সুধীর কুমার ঘোষ, আশীষ কুমার ভট্টাচার্য, সুচন্দা ঘোষ, ঋতশ্রী ভট্টাচার্য, মানসী ভট্টাচার্য, মধুমিতা বসু, এসবি বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী নেত্রী তাহমিনা ছাত্তার।
×