ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেখার ‘রঙের মানুষ’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৫২, ৩ আগস্ট ২০১৫

রেখার ‘রঙের মানুষ’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ সম্ভাবনাময় লোকসঙ্গীত শিল্পী লাইলুন নাহার রেখার দ্বিতীয় একক ‘রঙের মানুষ’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রযোজনা প্রতিষ্ঠান রিংগারের ব্যানারে প্রকাশ পায় এই এ্যালবামটি। শনিবার এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বাউলশিল্পী ফকির শাহবুদ্দিন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, গীতিকার ও রিংগারের কর্ণধার দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরাইশী, ফিটনেস বাংলাদেশের চেয়ারম্যান শাহীন সারেং, বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদার প্রমুখ। নতুন এ্যালবাম প্রসঙ্গে কণ্ঠশিল্পী রেখা বলেন, সঙ্গীত পরিবারে জন্ম হওয়ায় ছোট বেলা থেকেই আমার গানের চর্চা শুরু। পাঁচ বছর বয়সে আমি তালিম নিয়েছি গোপালচন্দ্র সরকারের কাছে। ক্ল্যাসিকাল মিউজিকের দীক্ষা নিয়েছি বরকত হোসেনের কাছে। ‘রঙের মানুষ’ আমার দ্বিতীয় একক এ্যালবাম। আর এই এ্যালবামের বেশিরভাগ গানই সুফিবাদী। এই এ্যালবামটি অনেক পরিশ্রম এবং সময় দিয়ে করেছি আশা করি শ্রোতাদের ভাল লাগবে। এ্যালবামে ১০টি গান রয়েছে। এ্যালবামের গানের সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও কথা লিখেছেন নাজির মাহমুদ, শহিদুল্লাহ ফরাজী, দেলোয়ার আরজুদা শরফ, লিমন আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, শিল্পী রেখার প্রথম একক এ্যালবাম ‘গোপন ভালবাসা’ ২০১০ সালে গাঙচিলের ব্যানারে প্রকাশিত হয়।
×