ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:১২, ২ আগস্ট ২০১৫

সিলেটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট ঢাকা মহাসড়কের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে শনিবার ৩ ঘণ্টা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। শনিবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সড়ক অবরোধ পালন করা হয়। জানা যায়, উপজেলার কুশিয়ারা সেতুতে পরিবহন প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বাড়তি টোল আদায়ের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়কটি অবরোধ করে রাখেন। এ সময় সড়কপথে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কক্সবাজারে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের টেকনাফ ৪২ বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। শনিবার সকালে টেকনাফ নতুন ট্রানজিটঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মলদ্বারে ইয়াবা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে পুলিশ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। তার নাম নুর আলম। গ্রেফতারকৃত ব্যক্তির শরীরের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা পাচার করা হচ্ছিল। পুলিশ তার কাছ থেকে এক হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার ভোরে কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। বাকলিয়া পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুর আলম এ ইয়াবা বিশেষ কৌশলে মলদ্বারের কাছে লুকিয়ে রাখে। তার শরীর তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়। শিয়ালের কামড়ে আহত ৩০ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ আগস্ট ॥ শিবচরে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত থেকে শুক্রবার রাত শিয়ালের আক্রমণ অব্যাহত ছিল। এরই মধ্যে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে। শিয়ালের ভয়ে এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছে এলাকাবাসী।
×