ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় কাজ না করেই

প্রকল্পের কোটি টাকা আত্মসাত

প্রকাশিত: ০৭:০৭, ২ আগস্ট ২০১৫

প্রকল্পের কোটি টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ আগস্ট ॥ বদলগাছীতে এলজিএসপি প্রকল্পের (লোকাল গবর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট) বিপরীতে বরাদ্দকৃত প্রায় ১ কোটি টাকা ইউপি চেয়ারম্যানরা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানদের রোষানলের কবলে পড়েছেন উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী ঠিক এমনই অভিযোগ এনে শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে উপজেলার বদলগাছী ইউনিয়নে ১৯ প্রকল্পের বিপরীতে ১৭ লাখ ৭২ হাজার টাকা, মথুরাপুর ইউনিয়নে ১৭ প্রকল্পের বিপরীতে ১৪ লাখ ৭৬ হাজার ৭শ’ ১৭ টাকা, পাহাড়পুর ইউনিয়নে ১৬ প্রকল্পের বিপরীতে ১৬ লাখ ৬ হাজার টাকা, মিঠাপুর ইউনিয়নে ২১ প্রকল্পের বিপরীতে ১৫ লাখ ৪৬ হাজার ২শ’ ৭৫ টাকা, কোলা ইউনিয়নে ১৪টি প্রকল্পের বিপরীতে ১৪ লাখ ৪৬ হাজার ২শ’ ৪ টাকা, বিলাশবাড়ী ইউনিয়নে ১৫ প্রকল্পের বিপরীতে ১৫ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকা, আধাইপুর ইউনিয়নে ১৮ প্রকল্পের বিপরীতে ১৬ লাখ ৩ হাজার টাকা এবং বালুভরা ইউনিয়নে ১১টি প্রকল্পের বিপরীতে ১২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ হয়। ৩০ জুনের মধ্যে কাজগুলো সমাপ্ত করার কথা থাকলেও কোন কাজ না করেই যোগসাজশ করে ইউপি চেয়ারম্যানরা নিয়মনীতির তোয়াক্কা না করেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে টাকার চেকগুলো গ্রহণ করেন এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোন কাজ না করেই তা পকেটস্থ করেন। ২৯ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানগণ তোপের মুখে পড়তে পারেন, এই আশঙ্কায় কোন চেয়ারম্যানই সভায় উপস্থিত হননি বলে উপজেলা চেয়ারম্যান জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত জানান, অবশিষ্ট ইউনিয়নগুলো পরিদর্শন করে চেয়ারম্যানদের নোটিস করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী জানান, প্রকল্পের কোন কাজ না করেই ইউপি চেয়ারম্যানগণ টাকা আত্মসাত করবেন, এটা মেনে নেয়া হবে না। যথাযথ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকৗশলী মোঃ মনিরুজ্জামান জানান, কাজ শেষে আমার নিকট থেকে প্রত্যয়নপত্র নেয়ার পর চেক পাওয়ার কথা। কিন্তু কোন কাজ না হওয়ায় আমি কোন চেয়ারম্যানকেই প্রত্যয়নপত্র দেইনি। তারা কিভাবে কাজ না করেই চেক পেল এবং টাকা উত্তোলন করলেন তা আমার বোধগম্য নয়।
×