ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬ আগস্ট মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৬:৫১, ২ আগস্ট ২০১৫

৬ আগস্ট মহিলা ক্রিকেটারদের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৬ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। লক্ষ্য দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে হোমসিরিজের প্রস্তুতি। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া মহিলা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে ৫ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচ খেলবে তারা। এ উপলক্ষে শনিবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দল থাকা মহিলা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দশদিনের এ ক্যাম্পে সকাল ও সন্ধ্যা দুই সেশনে অনুশীলন চলবে সালমা খাতুনদের। প্রাথমিক ক্যাম্প শেষ হওয়ার দুদিন পর শুরু হবে অনুশীলনের দ্বিতীয় পর্ব। এরপর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ইতোমধ্যেই ঢাকা ফিরেছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ চাম্পিকা গোমেজ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেটারদের এই দ্বিপাক্ষিক সিরিজ। ম্যাচগুলো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ক্যাম্প ॥ সালমা খাতুন, রিতু মণি, জাহানারা আলম, লিলি রানী বিশ্বাস, ফারজানা হক পিঙ্কি, তিথি রানী সরকার, রুমানা আহমেদ, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), লতা ম-ল, শারমিন সুলতানা, আয়েশা রহমান শুকতারা, রুবাইয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা (উইকেটরক্ষক), শায়লা শারমিন, তাজিয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সুমনা আক্তার, সানজিদা ইসলাম, সুরাইয়া আজমিন, খাদিজাতুল কুবরা ও জান্নাতুল ফেরদৌস। আন্তঃকলেজ রাগবি প্রতিযোগিতা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সার্বিক ব্যবস্থাপনায় এবং ইস্টার্ন ইউনিভারর্সিটির পৃষ্ঠপোষকতায় ‘ইস্টার্ন ইউনিভারর্সিটি আন্তঃকলেজ রাগবি প্রতিযোগিতা’ আগস্টের চতুর্থ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে। কলেজ দলগুলোকে প্রশিক্ষক, বল এবং জার্সি দিয়ে সহযোগিতা করা হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক কলেজ দলগুলোকে আগামী ১২ আগস্টের মধ্যে রাগবি ফেডারেশন (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ৩/বি নং গেট, দ্বিতীয় তলা, রুম নং ১৪) বরাবর যোগাযোগ করে নিজ দলের নাম তালিকাভুক্ত করতে হবে।
×