ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের নতুন নাগরিকদের প্রতি শিরীন শারমিন ও বেগম জিয়ার অভিনন্দন

প্রকাশিত: ০৬:১৮, ২ আগস্ট ২০১৫

দেশের নতুন নাগরিকদের প্রতি শিরীন শারমিন ও বেগম জিয়ার অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নতুন নাগরিক ও সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলের বাসিন্দাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । শনিবার এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। নতুন নাগরিকত্ব লাভকারী ছিটমহলবাসীকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও অভিনন্দন জানিয়েছেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের ফলে সেখানে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে বাংলাদেশের নতুন নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ স ম ফিরোজ। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব লাভকারী ছিটমহলবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিলুপ্ত হওয়া ছিটমহলবাসীর এই আনন্দের সঙ্গে খালেদা জিয়াও শামিল হয়েছেন এবং তিনিও আনন্দিত। এই মাহেন্দ্রক্ষণে তিনি তাদের অভিনন্দন জানিয়েছেন।
×