ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিরতির পর কানিজ সুবর্ণা

প্রকাশিত: ০৪:১৯, ২ আগস্ট ২০১৫

বিরতির পর কানিজ সুবর্ণা

স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় রকশিল্পী কানিজ সুবর্ণা। বরাবরই ব্যতিক্রমী গায়কী কারণে আলোচনায় থাকেন এই শিল্পী। কিন্ত সঙ্গীত ক্যারিয়ারে মাঝপথে হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসেন এই শিল্পী। এরপর ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৭ সালে সর্বশেষ নতুন গান প্রকাশ করেছিলেন তিনি। মাঝে ‘মাটির ঠিকানা’ চলচ্চিত্রের একটি গান গাইলেও অডিওতে আর কোন গানে শোনা যায়নি তার কণ্ঠ। এ অবস্থায় দীর্ঘ আট বছর পর আবারও গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়িকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কানিজ সুবর্ণা গেয়েছেন ডিজে রাহাত ফিচারিং ‘সাড়া দাওনা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মীর মাসুম। শুক্রবার দুপুরে দিলু রোডের ‘গায়েনবাড়ী’ স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, অনেক দিনের পরিকল্পনা ছিল কানিজ আপার জন্য একটি গান করার। কিছুদিন আগে গানটি তৈরি করে তাঁকে পাঠাই। তিনি খুব পছন্দ করেন। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। স্টেজ শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা গানটি তৈরি করেছি। আশা করি সবার ভাল লাগবে। রাহাত আরও বলেন, কিছুদিনের মধ্যেই ‘সাড়া দাওনা’ গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু হবে। এরপর বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে গানটি ছাড়া হবে। চলতি বছরের শেষ দিকে ‘ডিজে রাহত উইথ স্টারস’ শিরোনামে একটি মিক্সড এ্যালবাম প্রকাশ করবেন ডেজে রাহাত। সে এ্যালবামেও গানটি থাকবে বলে জানান তিনি। ‘হেভেন হর্স’ পুরস্কারে ভূষিত কবি আমিনুর রহমান বিশ্ব কবিতা অঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মঙ্গোঁলিয়ায় ‘হেভেন হর্স’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কবি আমিনুর রহমান। সম্প্রতি মঙ্গোঁলিয়ার শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক ডেপুটি মিনিস্টার বি. তুলগা উলান বাটরে তাঁর কার্যালয়ে কবি আমিনুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মঙ্গোঁলিয়ান কবি ও স্থানীয় একাডেমি অব কালচার এন্ড পোয়েট্রির সভাপতি জি. মেন্দোয়ো। আমিনুর রহমানই প্রথম বাঙালী কবি যিনি এ পুরস্কারে ভূষিত হলেন। পুরস্কার গ্রহণের পর কবি আমিনুর রহমান মঙ্গোঁলিয়ান হিস্ট্রি মিউজিয়ামে ‘বাংলা-মঙ্গোঁলিয়ান কবিতা পাঠ’-এ অংশ নেন এবং সেখানে তিনি সমকালীন বাংলা কবিতার নতুন স্রোতবিষয়ে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×