ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালভো কেমিক্যালের এজিএম ৬ আগস্ট

প্রকাশিত: ০৪:০৯, ২ আগস্ট ২০১৫

সালভো কেমিক্যালের এজিএম ৬ আগস্ট

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ২৭ জুলাই এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরিবর্তিত ঘোষণা অনুসারে এদিন সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১১ সালে পুঁজিবাজারে আসা এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৫১ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ২২ দশমিক ৬৯ শতাংশ এর উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৪ দশমিক ৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ৬২ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে জাহিন স্পিনিংয়ের অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড (জাহিন স্পিনিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাহিন স্পিনিংয়ের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোন কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত চার কার্যদিবসে টানা বেড়েছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৩ জুলাই এ শেয়ারের দর ছিল ২০.৬০ টাকা এবং ২৯ জুলাই লেনদেন হয়েছে ২৭.২০ টাকা। এ সময়ে জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৬.৬০ টাকা বা ৩২.০৪ শতাংশ। যা অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার
×