ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০০, ১ আগস্ট ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

৯. মীরকাশিম রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তারিত করেন কেন? ক) প্রশাসনকে ইংরেজ প্রবাবমুক্ত করার জন্য খ) ভৌগলিক পরিবেশ তৈরি করার জন্য গ) পর্তুগিজদের প্রভাবমুক্ত করার জন্য ঘ) ওলন্দাজদের প্রভাবমুক্ত করার জন্য ১০. মুক্তিযুদেধর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? ক) ওয়াশিংটন খ) রিচার্ড নিক্সন গ) হেনরি কিসিঞ্জার ঘ) জন এফ কেনেডি ১১. ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্দেশ্য ছিল কোনটি? ক) নাজিমুদ্দিনের পক্ষ নেয়া খ) উর্দু ভাষা প্রতিষ্ঠার বিরোধিতা করা গ) রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা ঘ) ধর্মঘট পালন করা ১২. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ১৩. বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? ক) যুক্তরাষ্ট্রের খ) যুক্তরাজ্যের গ) রাশিয়ার ঘ) চীনের ১৪. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? ক) ১৭ জানুয়ারি ১৯৪৭ খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ গ) ৯ জুলাই ১৯৪৯ ঘ) ১১ ডিসেম্বর ১৯৫২ ১৫. সাঁওতালরা কোন অঞ্চলে বাস করত? ক) কাশিমবাজারে খ) নাগপুরে গ) রাজমহলের পার্বত্য অঞ্চলে ঘ) ত্রিপুরায় ১৬. কবে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়? ক) ১ লা মার্চ ১৯৭০ খ) ২রা মার্চ ১৯৭০ গ) ১লা মার্চ ১৯৭১ ঘ) ২রা মার্চ ১৯৭২ ১৭. মুক্তিবাহিনী গঠনের তাৎপর্য কোনটি? ক) সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করা খ) সাহসের সঙ্গে যুদ্ধ করা গ) কমান্ডার নিযুক্ত করা ঘ) বাংলাদেশকে শুত্রুমুক্ত করা ১৮. তমদ্দুন মজলিশের অন্যতম লক্ষ্য ছিল- র. রাষ্ট্রভাষা বাংলা করা রর. বাংলার সংস্কৃতি রক্ষা করা ররর. বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণে বাংলাদেশের উপকারী দিক হলো- র. বাঙালী শরণার্থীদের আশ্রয় ও সহায়তা রর. মুক্তিসেনাদের ট্রেনিং ররর. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২০. শহীদুল্লাহ হলের পূর্ব নাম কি? ক) আল্লাম ইকবাল হল খ) জমির উদ্দীন হল গ) ঢাকা হল ঘ) শহীদ বরকত হল ২১. উঙ্গ-মহীশুর যুদ্ধের পর টিপুর রাজ্য কয়টি ভাগে বিভক্ত হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২২. পূর্ব বাংলার পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয় কত সালে? ক) ১৯৪৯ খ) ১৯৫১ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ২৩. লর্ড রিপন কোথায় জন্মগ্রহণ করেন? ক) লন্ডনে খ) ফ্রোন্সে গ) রাশিয়ায় ঘ) চীনে ২৪. বঙ্গভঙ্গ কেন করা হয়? ক) শাসন সুবিধা খ) হিন্দু-মুসলিম বিভেদ তৈরি গ) আর্থিক উন্নতি ঘ) মুসলমানদের উন্নতি ২৫. ভাষাশহীদ রফিক কীভাবে মারা যান? ক) মাথায় গুলি লেগে খ) বুকে গুলি লেগে গ) পুলিশের নির্যাতনে ঘ) বোমার আঘাতে ২৬. ওয়েলেসলি কীভাবে অধীনতামুল মিত্রতা নীতি বাস্তবায়ন করেন? ক) ওলন্দাজদের তাড়িয়ে খ) টিপু সুলতানকে তাড়িয়ে গ) ফরাসিদের তাড়িয়ে ঘ) যুদ্ধ করে ২৭. ধ্বংসের পরে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়? ক) নয়াদিল্লী খ) চট্টগ্রাম গ) কলকাতা ঘ) ঢাকা ২৮. পাকিস্তান গঠিত হয় যেভাবে- র. পূর্বে বাংলা ও পাঞ্জাব নিয়ে রর. উত্তর-পশ্চিম সীমান্ত নিয়ে ররর. বেলুচিস্তান নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৯. তাজউদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে ডিগ্রী লাভ করেন? ক) আইন শাস্ত্রে খ) বাংলায় গ) রাষ্ট্র বিজ্ঞানে ঘ) অর্থনীতিতে ৩০. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কোনটি? ক) নৌকা খ) হাতি গ) লাঙল ঘ) গোড়া ৩১. মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরের অধীনে ছিল কোনটি? ক) ঢাকা খ) রংপুর গ) সিলেট ঘ) চট্টগ্রাম ৩২. কে লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন? ক) জওহর লাল নেহেরু“খ) মহাত্মা গান্ধী গ) এ. কে ফজলুল হক ঘ) মুহম্মদ আলী জিন্নাহ ৩৩. মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন? ক) ১৯১১ খ) ১৯১৪ গ) ১৯১৮ ঘ) ১৯৪৯ ৩৪. সাইমন কমিশনের সদস্য কতজন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৮ জন ৩৫. টিপু সুলতানের বাড়ি কোথায়? ক) পাকিস্তানে খ) আফগানিস্তানে গ) ভারতে ঘ) অস্ট্রেলিয়ায় ৩৬. ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে- র. রাজারবাগ পুলিশ ক্যাম্প রর. পিলখানা ইপিআর ক্যাম্প ররর. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৭. রাষ্ট্রপতি ভবনে মুজিব-ইয়াহিয়া আলোচনা হয় কত দিন ধরে? ক) ৫ দিন খ) ১০ দিন গ) ১৫ দিন ঘ) ২০ দিন ৩৮. মুজিবনগর কোথায় অবস্থিত? ক) ঝিনাইদহ খ) সাতক্ষীরা গ) চুয়াডাঙ্গা ঘ) মেহেরপুর ৩৯. ওয়াহাবি শব্দের অর্থ কি? ক) অবশ্য কর্তব্য খ) আন্দোলন গ) ফরজ পালন ঘ) নবজাগরণ ৪০. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ৪১. জিন্নাহ চৌদ্দ দফা কত সালে পেশ করেন? ক) ১৯২৮ খ) ১৯২৯ গ) ১৯৩০ ঘ) ১৯২১ ৪২. ঠবৎহধপঁষধৎ চৎবংং অপঃ পাস করেন কে? ক) লর্ড রিপন খ) লর্ড ডালহৌসি গ) লর্ড লিটন ঘ) লর্ড কার্জন ৪৩.‘টঘঐঈজ’ এর সদর দফতর কোথায়? ক) নিইউয়র্ক খ) বার্ন গ) লন্ডন ঘ) জেনেভা ৪৪. মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে ছিল- র. কুষ্টিয়া রর. যশোর ররর. বাগেরহাট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. কার সময়ে বঙ্গভঙ্গ করা হয়? ক) লর্ড ক্লাইভ খ) লর্ড কার্জন গ) লর্ডহার্ডিঞ্জ ঘ) ওয়ারেন হেস্টিংস ৪৬. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে? ক) হেনরি ডুনান্ট খ) পল হ্যারিস গ) পিটার বেনেনসন ঘ) সলিল সেঠি ৪৭. আশরাফ ১৯৭১ সালে ছাত্রলীগের কর্মী ছিল। সে কোন বাহিনীর সদস্য হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল? ক) মুজিব বাহিনীর খ) জিয়া বাহিনীর গ) নৌ কমান্ডারদের ঘ) ভারতীয় নৌবাহিনীর ৪৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? ক) ১৬ এপ্রিল খ) ১৭ এপ্রিল গ) ১৮ এপ্রিল ঘ) ১৯ এপ্রিল উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : রায়পুর ইউনিয়নের নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। এদের মধ্যে মতি হাওলাদার প্রভাবশালী ব্যক্তি এবং অত্র অঞ্চলের এমপি তার ঘনিষ্ঠ বন্ধু। মতি হাওলাদারকে পরাজিত করার জন্য অত্র এলাকার বাকি ৫ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে মতি হাওলাদার ব্যাপক ব্যবধানে পরাজিত হন। ৪৯. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট হলো- র. মুক্তিযুদ্ধ রর. গণঅভ্যুত্থান ররর. ১১ দফা কর্মসূচী নিচের কোনটি সঠিক? ক) ১৯৫৪ সালের খ) ১৯৭০ সালের গ) ১৯৭৪ সালের ঘ) ১৯৯০ সালের ৫০. আগরতলা মামলাকে কী নামে অভিহিত করা হয়? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬.
×