ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর ‘নো লুক’ ঝলক

প্রকাশিত: ০৫:৫৭, ১ আগস্ট ২০১৫

রোনাল্ডোর ‘নো লুক’ ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক মৌসুমের শেষ ম্যাচে এসি মিলানের মুখোমুখি হয়েছিল রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সাংহাইতে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ইতালিয়ান জায়ান্ট মিলানকে পেনাল্টি শূটআউটে হারায় তারা। এ দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেনা সমর্থকরা গ্যালারি ভরিয়েছিলেন তার পা থেকে গোল দেখার জন্য। কিন্তু রোনাল্ডো কোন গোলের দেখা পাননি এ দিন। ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি সিআর সেভেন। তবে গোল না পেলেও পাসিংয়ের কেরামতি ঠিকই দেখিয়েছেন তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবলার। তার মধ্যে ‘নো লুক’ পাস দিয়েই খবরের শিরোনামে এসেছেন রিয়ালের পর্তুগীজ সুপারস্টার। তাহলে কী এই ‘নো লুক’ পাস? মূলত বাস্কেট বলে এ ধরনের পাসিং দেখা গেলেও ফুটবলে খুবই কম দেখা যায়। অনেক সময় আক্রমণে যাওয়ার সময় বিপক্ষের রক্ষণের কাছে বোতলবন্দী হয়ে যান স্ট্রাইকাররা। সামনে বেরুনোর কোন রাস্তা না পেয়ে ছোট্ট করে ব্যাক হিলে সতীর্থকে পাস দেয়ার কৌশলই ‘নো লুক’ পাস, যাতে সেই বল ধরে আবারও গোলের রাস্তা তৈরি করতে পারে তার দল। তবে এক্ষেত্রে বাকি ফুটবলারদের না দেখেই শুধু ফুটবল ‘সেন্স’-এর দক্ষতায় এই কাজ করতে হয়, যা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তবে মিলানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে এমনটাই করলেন সিআর সেভেন। এ দিন ইতালির আন্দ্রে বার্তোলেচি দাঁড়িয়েÑদাঁড়িয়ে রোনাল্ডোর এই দক্ষতা উপভোগ করলেন দারুণভাবে। শুধু এই একটা ‘ট্রিকি’ পাসই ম্যাচের সেরা মুহূর্ত হয়ে থাকল রিয়ালের ৯-৮ গোলের জয় পাওয়া ম্যাচে। মিলানের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড়ও হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো কিন্তু এটা রীতিমতো অনুশীলনও করেন। কয়েক দিন আগে সাংহাইয়ে অনুশীলন করার সময় গ্যালারির দর্শকদের দিকে তাকিয়েই হাত নাড়তে-নাড়তে বেল-বেঞ্জেমাদের উদ্দেশে ‘নো লুক’ পাস দিয়েছিলেন। মিলানের বিপক্ষেও এদিন তা করে দেখালেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা। গত মৌসুমটা মোটেই ভাল কাটেনি রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ইতিহাসের একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে। অথচ রোনাল্ডো-বেলদের রিয়াল কোন ট্রফিই ঘরে তুলতে পারেনি, যার ফলে কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্তও করে রিয়াল কর্তৃপক্ষ। তবে গত মৌসুমে ব্যক্তিগত পারফর্মেন্সে ঔজ্জ্বল্য ছড়িয়েছেন ঠিকই। গত মৌসুমের পারফর্মেন্স নতুন মৌসুমেও ধরে রাখার চ্যালেঞ্জ এখন রোনাল্ডোর সামনে। কিন্তু নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলছে। প্রাক মৌসুম পূর্বপ্রস্তুতির জন্য আমেরিকার পর চীন সফরেও দারুণ খেলছে বেল-রামোসরা।
×