ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোমেনের প্রভাব ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরিঘাটে নির্মাণ কাজ ব্যাহত

প্রকাশিত: ০৫:৫৩, ১ আগস্ট ২০১৫

কোমেনের প্রভাব ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরিঘাটে নির্মাণ কাজ ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ জুলাই ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুকবার সকাল থেকে ভোলায় থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। জেলার চরফ্যাসন উপজেলার নিম্নাঞ্চল কুকরীমুকরী, ঢালচর, দৌলতখানের মদনপুর, নেয়ামতপুর, চর জহির উদ্দিনসহ দুর্গম চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চাইতে ৩/৪ ফুট বেশি পানিতে প্লাবিত হয়েছে। কুকরীর বাসিন্দা বেল্লাল জানান, সকাল থেকে জোয়ারের কয়েক ফুট পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজান থেকে ধেয়ে আসা পানির তীব্র স্রোতে ভোলা ইলিশা ফেরিঘাট এলাকায় ভয়াবহ আকারে ভাঙ্গন চলছে। ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের প্রায় ৪০০ মিটার বিলীন হয়েছে। গত এক সপ্তাহ ধরে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পানির ¯্রােতে নদী ভাঙ্গনের কারণে ফেরিঘাট নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএর ঠিকাদার ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে তাদের কাজ একদিন বন্ধ ছিল। কাজ শেষ হতে আরও ৩ দিন লাগবে। এদিকে সতর্ক সংকেত কমিয়ে ফেলায় ভোলা-বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ সি ট্রাক চলাচল শুরু হয়েছে।
×