ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাকরির মেয়াদ বৃদ্ধি ইস্যু জাবি সিনেট অধিবেশনে শিক্ষক সমিতির বাধা

প্রকাশিত: ০৫:৫০, ১ আগস্ট ২০১৫

চাকরির মেয়াদ বৃদ্ধি ইস্যু জাবি সিনেট অধিবেশনে  শিক্ষক সমিতির  বাধা

জাবি সংবাদদাতা ॥ জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে বাধা দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এই বিশেষ সিনেট ডাকা হয়। শিক্ষক সমিতির বাধার মুখে বিশেষ সিনেট অধিবেশন নির্ধারিত সময়ে( বিকেল ৫টা) শুরু না হয়ে সন্ধ্যা ৬ টার দিকে শুরু হয়। জানা যায়, প্রায় দুই বছর আগে সরকারের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষকদের চাকরির বয়স ৬৫ থেকে ৬৭ করা হয়। কিন্তু সরকারের কাছে সবুজ সংকেত না পাওয়ায় শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর বহাল রাখার জন্য শুক্রবার বিকেল চারটায় এক জরুরী সিনেট অধিবেশন আহ্বান করা হয়।
×