ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছিটমহল বিনিময় ॥ এরশাদের স্বস্তি

প্রকাশিত: ০৫:৪৯, ১ আগস্ট ২০১৫

ছিটমহল বিনিময় ॥ এরশাদের স্বস্তি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। ছিটমহল বিনিময় সম্পন্ন করার জন্য তিনি বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অর্ভিনন্দন জ্ঞাপন করেন। শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহলসমূহ বিনিময়ের মাধ্যমে অর্ধ লক্ষাধিক মানুষের জীবন সার্থক হতে চলেছে। দু’দেশের ছিটমহলে এখন থেকে স্ব-স্ব দেশের পতাকা উড়বে। সেখানে বসবাসরত বাসিন্দারা নাগরিক অধিকার পাবে, সার্বভৌমত্ব ভোগ করবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু থাকতে পারে না। তিনি বলেন, মুক্তি পাওয়া মানুষের সঙ্গে আমিও একাত্ম হয়ে গেছি।
×