ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

প্রকাশিত: ০৫:৩৫, ১ আগস্ট ২০১৫

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার ॥ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতল ভূমির আদিবাসীর জন্য গঠন করতে হবে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন। বন্ধ করতে হবে আদিবাসীর ওপর চালিত শোষণ-নির্যাতন, খুন-ধর্ষণ ও ভূমি দখলের মতো অমানবিক কার্যকলাপ। স্বাধীনতা যুদ্ধসহ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও উন্নয়ন কর্মকা-ে আদিবাসীর ভূমিকা রয়েছে। দেশের উন্নয়ন বাড়াতে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে চায় দেশের ত্রিশ লাখ আদিবাসী। বিশ্ব আদিবাসী দিবস সামনে রেখে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি পাপ্পু দিওর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাগাছাস কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রনি নকরেক, চানচিয়ার সমন্বয়ক এন্টনি রেমা, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, ঢাকা মহানগর শাখার সভাপতি সুমন হাজং বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন বাগাছাস, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক অলিক মৃ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আদিবাসীরা হাজার বছর ধরে এই উপমহাদেশে বসবাস করে আসছে। কিন্তু বাংলাদেশ সরকার দেশের পবিত্র সংবিধানে আদিবাসীদের আজও আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি বরং বিভিন্ন সময়ে আদিবাসীদের ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত করেছে।
×