ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন ডাকাত, দুই মাদক ব্যবসায়ী ৬ প্রতারক পাকড়াও

প্রকাশিত: ০৮:৩০, ৩১ জুলাই ২০১৫

তিন ডাকাত, দুই মাদক ব্যবসায়ী ৬ প্রতারক পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন ডাকাত ও দুই মাদক ব্যবসায়ী আর র‌্যাবের অভিযানে ছয় প্রতারক গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত ছোট ট্রাকসহ অস্ত্রশস্ত্র। বুধবার রাত সাড়ে দশটায় তেজগাঁও রেলগেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশ শামীম, মাসুম মিয়া ও দুলাল সরকারকে গ্রেফতার করে। অবশ্য ৬ ডাকাত পালিয়ে গেছে। ডিবি সূত্র জানায়, এরা ঢাকা ও আশপাশের জেলায় মোটরপার্টস ও মুদি দোকানে ডাকাতি করত। রাতে অপর এক অভিযানে ডিবি পুলিশ বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে আলমগীর হোসেন ও তোতা মিয়া ওরফে আমিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩১ বোতল ও ৪ লিটার ফেনসিডিল উদ্ধার হয়। অভিযানকালে ৪ জন পালিয়ে যায়। এগুলো দিনাজপুর জেলার হিলি ও কুমিল্লা সীমান্ত থেকে ঢাকায় আনা হয়েছিল। গত বুধবার র‌্যাব-১ এর একটি দল প্রগতি সরণির রীজডেল টাওয়ারে অভিযান চালিয়ে কনফিডেন্স ইলেক্ট্রা হোম এ্যাপ্লায়েন্স লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির অফিস থেকে মোঃ নাজমুল হাসান হিমেল (৩৫), মাসুদুর রহমান সুমন (৩৩), হাবিবুর রহমান দাউদ (৫৪), আকবর শেখ (৩৮), আমীর হোসেন (৩০) ও শাজাহান মিয়া (৩২) নামে ছয় জনকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা লোকজনকে চাকরিসহ নানা ধরনের কাজের কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
×