ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাশা ডেনিমসের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৩, ৩১ জুলাই ২০১৫

শাশা ডেনিমসের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়। হিসাব বছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৬২ পয়সা। কোম্পানিটি চলতি হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তাদের হিসাব বছর শেষ হবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। উল্লেখ, শাশা ডেনিমসই একমাত্র দেশীয় কোম্পানি যারা তাদের শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের জাতীয় সঞ্চয় অধিদফতর পরিদর্শন বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমান জাতীয় সঞ্চয় অধিদফতরের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে আজকে যা ভাল কাজ; আগামীতে এর চেয়ে বেশি ভাল করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব আশ্রাফুন্নেসা, উপসচিব জিল্লুর রহমান ও সহকারী সচিব আব্দুল জব্বার। -প্রেস বিজ্ঞপ্তি
×