ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিবির পরিচালিত ছাত্রাবাসে ৬৫ ককটেল উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ৩১ জুলাই ২০১৫

শিবির পরিচালিত ছাত্রাবাসে ৬৫ ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের জামিলনগর এলাকায় বুধবার রাতে শিবির পরিচালিত একটি ছাত্রাবাস থেকে পুলিশ বিপুল পরিমাণ ককটেলসহ ধারাল অস্ত্র উদ্ধার করেছে। নাশকতার জন্য ককটেলগুলো সেখানে মজুদ করা হয়েছিলো। পুলিশ জানায়, ১৭টি নাশকতা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি শিবির শহর শাখার সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভসহ ২ জনকে বুধবার রাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। তাদের জিজ্ঞাসবাদে পাওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ বুধবার মধ্যরাতে জামায়াত শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জামিল নগর এলাকায় অভিযান চালায়। সেখানে শিবির পরিচালিত একটি ছাত্রাবাস থেকে ৬৫টি ককটেল, ও ২টি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হয়েছে। রাজবাড়ীতে অস্ত্রসহ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩০ জুলাই ॥ পাংশা উপজেলার পাট্টা বাজার এলাকা থেকে বুধবার রাতে একটি ওয়ানশূটারগান ও তিন রাউন্ড গুলিসহ জব্বার হোসেন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে রাজবাড়ীর কালুখালী উপজেলার বিলমন্ডপ গ্রামের মৃত শমসের ম-লের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জব্বার একজন পেশাদার ডাকাত এবং চরমপন্থী দলের সদস্য।
×