ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রদল সভাপতি রাজীব আট দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ জুলাই ২০১৫

ছাত্রদল সভাপতি রাজীব আট  দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ একাধিক মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। বুধবার ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়া এবং সামসুল আরেফীন পৃথকভাবে এই রিমান্ড মঞ্জুর করেন। রাজীব আহসানকে মোট ৬ মামলায় ১০ দিন করে মোট ৬০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট সামসুল আরেফীনের আদালতে পল্টনের চারটি এবং মতিঝিল থানারএক মামলায় ১০ দিন করে ৫০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পল্টন থানার ৩(১)১৫, ৪৬(১২)১৪ এবং মতিঝিল থানার ২৯ (১)১৫ মামলায় ২ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। পল্টন থানার ৫(১)১৫ এবং ৭(১)১৫ মামলায় নথি না থাকায় শুনানি পিছিয়ে নথি প্রপ্তি সাপেক্ষ শুনানির দিন ধার্য করেন। শাহবাগ থানার আরেকটি মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে নেয়া হয়। সংসদ সদস্য ছবি বিশ^াসের ওপর মামলার শাহবাগ ৩৩(১২)১৪ না^রের ওই মামলার শুনানি শেষে আদালত এ মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
×