ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফেসবুক হ্যাকার গ্রেফতার ॥ অপহৃত যুবক উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৪, ৩০ জুলাই ২০১৫

রাজধানীতে ফেসবুক হ্যাকার গ্রেফতার ॥ অপহৃত যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক অভিযানে বিকৃত রুচির এক ফেসবুক হ্যাকার এবং বিদেশ গমনেচ্ছু যুবক উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে মাহমুদুল হাসান ইস্ট ওয়েস্ট ভার্সিটি ছাত্র (২০) নামে ফেসবুক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি ব্যক্তিগত কম্পিউটার ও একটি স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার হয়। ইতোমধ্যেই সে শতাধিক নারীর ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক করেছে। হ্যাক করার পর ওই নারীর বিভিন্ন তথ্য চুরি করত। এরপর বেকায়দায় থাকা নারীকে ধরনের কুপ্রস্তাব দিত। কুপ্রস্তাবে রাজি না হলে নানা ধরনের হুমকি-ধমকি দিত। এদিকে গত বুধবার বেলা এগারোটার দিকে রাজধানীর রমনা মডেল থানাধীন মীরবাগ এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে তারেক নামে এক যুবককে উদ্ধার করে ডিবি পুলিশ। অপহরণের দায়ে গ্রেফতার করা হয় মাসুদ রানা ও ফিরোজ নামে দুইজনকে।
×